আমাদের কথা খুঁজে নিন

   

বেড়াতে যাই ছুটিতে

লম্বা ছুটি মিলেছে এবার। পরিবার-বন্ধুবান্ধবের সঙ্গে সুন্দর কিছু সময় কাটাতে কোথাও বেড়িয়ে পড়তে পারেন। তবে যেখানেই যান, আগে থেকেই সবকিছু গুছিয়ে নিন। ঠিক করে নিন কোথায় থাকবেন। আর এ জন্য সাহায্য করতে পারে টুর অপারেটর প্রতিষ্ঠানগুলো।


দ্য গাইড টুরস লিমিটেড
খুলনা-সুন্দরবন-ঢাকা তিন রাত চার দিন নয় হাজার টাকা। এ ছাড়া নিজস্ব আয়োজনে গিয়ে থাকতে পারেন তাদের রিসোর্টে। বান্দরবানের মিলনছড়িতে আছে তাদের হিল সাইড রিসোর্ট। ঘর ভাড়া এক হাজার ৫০০ থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত। এ ছাড়া ডরমিটরিতে থাকতে চাইলে জনপ্রতি ৫০০ টাকা দিতে হবে।

ফোন: ৯৮৬২২০৫।
অবকাশ পর্যটন লিমিটেড
দেশের মধ্যে বিভিন্ন স্থানে ভ্রমণের আয়োজন করে থাকে সরকারি এই প্রতিষ্ঠান। তাদের বিভিন্ন প্যাকেজের মধ্যে থাকছে ঢাকা-কক্সবাজার-সেন্ট মার্টিন-ঢাকা চার রাত তিন দিন জনপ্রতি ১০ হাজার ৫০০ টাকা, ঢাকা-নিঝুম দ্বীপ-ঢাকা চার রাত তিন দিন আট হাজার ৫০০, ঢাকা-সুন্দরবন-ঢাকা চার রাত তিন দিন ১১ হাজার টাকা। ফোন: ০১৭১১১৭৩৪৩৪। রিভার অ্যান্ড গ্রিন টুরস
ঢাকা-কক্সবাজার-ঢাকা দুই রাত তিন দিন জনপ্রতি খরচ হবে আট হাজার ৫০০ টাকা, ঢাকা-সুন্দরবন-ঢাকা চার রাত চার দিন ১২ হাজার ৫০০ টাকা, কক্সবাজার-সেন্ট মার্টিন-কক্সবাজার সারা দিনের টুর দুই হাজার টাকা, ঢাকা-বান্দরবান-ঢাকা দুই রাত তিন দিন ছয় হাজার ৫০০ টাকা, ঢাকা-রাঙামাটি-ঢাকা দুই রাত তিন দিন ছয় হাজার ৫০০ টাকা।

এ ছাড়া দেশের বাইরে যেতে চাইলে ঢাকা-কাঠমান্ডু-ঢাকা দুই রাত তিন দিন ২৪ হাজার ৯০০ টাকা এবং ঢাকা-কাঠমান্ডু-পোখরা চার রাত পাঁচ দিন ৩৪ হাজার ৫০০ টাকা। ফোন: ৮৮২৯৬৯২, ০১৮১৯২২৪৫৯৩।
দ্য বেঙ্গল টুরস লিমিটেড
বেঙ্গল টুর সুন্দরবন ভ্রমণের আয়োজন করে থাকে বিশেষভাবে। খুলনা-সুন্দরবন-খুলনা দুই রাত তিন দিন বাংলাদেশিদের জন্য ১১ হাজার টাকা আর বিদেশি হলে ১৪ হাজার টাকা। এ ছাড়া কেউ অন্য কোনো স্থানে যেতে চাইলে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা করে দেয় তারা।

ফোন: ৮৮৩৪৭১৬।
হাতিল হলিডেজ
ঈদ উপলক্ষে ঘুরে আসতে পারেন হাতিল হলিডেজের সঙ্গে। তাদের বিভিন্ন প্যাকেজের মধ্যে রয়েছে ঢাকা-বান্দরবান-ঢাকা দুই রাত তিন দিন সাত হাজার ২০০ টাকা, ঢাকা-সিলেট-ঢাকা দুই রাত তিন দিন সাত হাজার ২০০ টাকা, ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা তিন রাত চার দিন ৩২ হাজার ৯৯৯ টাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা তিন রাত চার দিন ৩৫ হাজার ৫০০ টাকা। ফোন: ০১৭৩৩০৬০৩৭৮। Ê

ঢাকার আশপাশে এবং একটু দূরে বেড়াতে যেতে চাইলে দেখে নিতে পারেন নিচের জায়গাগুলো।


অরুণিমা কান্ট্রিসাইড ও গলফ রিসোর্ট
গ্রামের মধ্যে রিসোর্ট। নদী, বিল আর গ্রামের মজা পেতে চাইলে চলে আসতে পারেন এখানে। নড়াইল জেলার কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামে গড়ে উঠেছে এ রিসোর্ট। বুকিং নিতে পারেন আগেভাগে। নৌকা ভ্রমণ, গলফ খেলা, মাছধরা, সাঁতার কাটাসহ নানা আয়োজন রয়েছে তাদের।

১৫০০ থেকে ৩৫০০ টাকায় ঘর পাওয়া যাবে।
ফোন: ০১৭১১-৪২২২০৩
ওয়েবসাইট: www.arunimacountryside.com
অ্যামাজন ফরেস্ট রিসোর্ট
নতুন এ রিসোর্ট চালু হয়েছে সিলেটের শ্রীমঙ্গলে। যেকোনো বাংলা খাবার পাবেন এখানে। চা-বাগানে বেড়ানোর পাশাপাশি পাহাড়ের কোলে অবকাশে আপনার আনন্দের মাত্রা বাড়িয়ে দেবে। ফোন: ০১৭১৭৫৪০৮২০
পদ্মা রিসোর্ট
মুন্সিগঞ্জের লৌহজংয়ে গড়ে উঠেছে পদ্মা রিসোর্ট।

নিরিবিলি অবকাশযাপনের পাশাপাশি পদ্মায় ঘোরার সুযোগ পাবেন।
ওয়েব: www.padmaresort.net
যমুনা রিসোর্ট
যমুনা নদীর তীরে এ রিসোর্ট। এর পাশ দিয়েই চলে গেছে যমুনা বহুমুখী সেতু (বঙ্গবন্ধু সেতু)। এখানে বেড়াতে গিয়ে খেতে পাবেন নানা স্বাদের নদীর মাছ। ওয়েব: www.jomunaresortbd.com
মারমেইড ইকো রিসোর্ট ও বিচ রিসোর্ট
কক্সবাজার থেকে ১৫-১৬ কিলোমিটার দূরে হিমছড়ি আর ইনানী সৈকতের মাঝে দুটি রিসোর্ট আছে মারমেইডের।

পরিবেশবান্ধব উপাদানে তৈরি এ রিসোর্টে পাবেন পানির ওপরে থাকার মজা। এ ছাড়া বিচ রিসোর্টে পাবেন সমুদ্রের পাশে থাকার সুযোগ। নানা ধরনের সামুদ্রিক মাছ খাওয়া যাবে এখানে। ফোন: ০১৮৪১৪১৬৪৭০
নক্ষত্রবাড়ী
গাজীপুর জেলার শ্রীপুরের রাজবাড়িতে আছেরিসোর্ট নক্ষত্রবাড়ী। শালবন, শান বাঁধানো দিঘি, সুইমিংপুল আর নানা স্বাদের খাবারের আয়োজন আছে এখানে।

পুকুরের ওপরে আছে নানা আকারের কুঁড়েঘর। যার ভেতরে আছে আধুনিক সব সুযোগ-সুবিধা। ফোন: www.nokkhottrobari.com.bd
অবকাশ পর্যটন লিমিটেডের রিসোর্ট
নিঝুম রিসোর্ট, সেন্ট মার্টিন রিসোর্ট এবং কক্সবাজারের রামুতেও আছে তাদের একটি রিসোর্ট। ঈদ উপলক্ষে বুকিং নিচ্ছে তারা। চাইলে অবকাশ পর্যটন লিমিটেডের সঙ্গে ঘুরে আসতে পারেন সুন্দরবন।

তিন রাত তিন দিন জাহাজে ঘুরে ফিরে আসতে পারেন ঢাকায়। ফোন: ০১৭১৬৭৮৯৬৩৪ এবং ৮৩৫৮৪৮৫
শুকতারা নেচার রিসোর্ট
সিলেটের খাদিমনগরে গড়ে উঠেছে শুকতারা নেচার রিসোর্ট। পাহাড় আর জঙ্গল মিলেমিশে আছে এখানে। ঘরে বসেই উপভোগ করা যাবে পাহাড়ের মোহনীয় রূপ। ওয়েব: www.shuktararetreat.com



সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।