সময়, কবিতা, ছোটগল্প, দেশ, দেশাচার
এক সপ্তাহের জন্যে বেড়াতে যাচ্ছি অনেক দুরে। সারা বছরের কাজের মাঝে এ সময়গুলোর জন্যেই অপেক্ষা করে থাকি। এবারের যাত্রা কর্সিকা দ্বীপে। ইটালীর উপকুলের কাছাকাছি হলেও দ্বীপটি ফ্রান্সের অংশ।
বড় শহর তেমন ভালো লাগেনা আমার।
প্রকৃতিকে ভালোবাসি বেশী। সমুদ্র আর পাহাড় আমাকে কাছে টানে।
আমরা তাবু নিয়ে বেরুচ্ছি। মিউনিখ থেকে সাড়ে সাতশো কিলোমিটার দুরে ইটালির লিভোর্নো অবধি গাড়ী চালিয়ে যাব। সেখান থেকে চারঘন্টা ফেরীপথের পর কর্সিকার বাস্তিয়া সমুদ্রবন্দরে পৌছাব।
তারপর কোন সমুদ্রতীরে ক্যাম্পিংএর জায়গা খুজে বের করে তাবু খাটাবো।
ফিরে এস কর্সিকা নিয়ে লিখব। আপনাদের শুভকামনা কাম্য। এক সপ্তাহের জন্যে বিদায়।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।