আমাদের কথা খুঁজে নিন

   

শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে খুন

সমাজকে বদলানোর জন্য নিজেকে আগে বদলানো প্রয়োজন। আসুন আমরা সবাই বদলে যাই সত্যের আলোয়।

পিরোজপুরের মঠবাড়িয়া তুষখালী গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে গিয়ে খুন হলেন বামনা উপজেলার সোনাখালী গ্রামের হুমায়ুন ভূঁইয়া (২৫)। হুমায়ুনের পরিবারের অভিযোগ শ্বশুরবাড়ির লোকজন তাকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দিয়েছে। মঠবাড়িয়া থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করে পিরোজপুর মর্গে প্রেরণ করেছে।

এ ঘটনায় নিহতের মা পিয়ারা বেগম বাদী হয়ে গতকাল মঠবাড়িয়া থানায় নিহতের পক্ষের ৮ জনকে আসামি করে মামলা করে। হুমায়ুনের সঙ্গে তিনবছর পূর্বে রাজু হাওলাদারের মেয়ে সুরমার বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। গত বুধবার সকালে সুরমার বাবা রাজু হাওলাদার মেয়ে ও জামাইকে বেড়াতে নিয়ে যান। বৃহস্পতিবার দুপুরে সুরমাকে নির্যাতনের জের ধরে শ্বশুরপক্ষের লোকজনের সঙ্গে কথাকাটাকাটি হয় হুমায়ুনের।

এক পর্যায়ে তাকে শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে আহত করে মুখে বিষ ঢেলে দেয়। গুরুতর অবস্থায় তাকে স্বাস্থ্য কমপ্লেঙে নিয়ে এলে সেখানে তার মৃত্যু হয়। তার মা বাদী হয়ে মামলা করলেও এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। সুত্রঃ মানবজমিন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।