সাদা কুয়াশা জ্যোস্না রাত, দেয়ালে তোমার ছায়া,আমি আঁধারে একা হেটে যাই,বুঝি না কোনটা ভালোবাসা আর কোনটা মায়া ।
ধূসর মায়াজালে আড়ষ্ট
মাকড়সার মত দুঃখ বুনে চলে
স্তব্ধ পুরাতন তাই দেখে হাসে
আকাশের চেয়ে থাকা প্রেম
মা্টির বুক চিরে বিচ্ছেদে
সদ্য গজে উঠা ঘাসে
জলের ছায়ায় প্রেমিকার মুখ
ঢেউয়ে ভেসে দূরে সরে যেতে চায়
হাতের মুঠোয় জল পুরে নেই
তখন মেঘের আড়ালে রবি লুকায়
শ্রাবন সন্ধ্যা,আমায় ফিরে যেতে বলে
তুমি এলে মেঘের দুয়ার খুলে
শিলাগুলো কাটার মত বিঁধে
তোমার স্পরশ মুছে দিতে চায়
পুষ্প রাজ্যে আজ তাই অভিমানি সভা
অন্ধকার নেমে আসে
শুন্য চারপাশ
এখানেই কি তবে
প্রেমের বসবাস।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।