আহসান জামান
তারপর থেমে যায়, ক্রমে কমে আসে স্বরের ক্রোধ;
আর আপোসসন্ধি মনে খোঁজে বাঁচার অজুহাত।
তারপর খুঁজে খুঁজে ফেরা, একেলা একা হওয়ার পালা।
হেরে, হারিয়ে...
যতটুকু জিতে নেওয়া যায় বাঁচার তাগিদে।
বৃদ্ধদ্বন্দ্বরা জবুথবু বসে থাকে নিশ্চুপে;
স্বপ্নচোখ থেকে খসে পড়ে হতাশার কুচি।
তারপর আরো কিছুকাল; বিষণ্ণ সুর বাজে কানে
অন্ধকার গিলে খায় মুঠো মুঠো চাঁদের আলো,
সবকিছু একাকার, শূন্যতার বসবাস শুধু।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।