ভাবে মন অকারণ সারাক্ষণ...যখন বাস্তবতা>আবেগ
শূন্যতার পূর্ণতায়
পূর্ণতার শূন্যতায়
খুঁজে খুঁজে ফিরি শুধু তোমাকে
ফিরে ফিরে খুঁজি আমার আমিকে,
কখনো পাওয়ার হাসিতে
কখনো না পাওয়ার কান্নায়
ডায়েরীর পাতা জুড়ে
দিনরাত্রি আছো তুমি-আমার ভাবনায়!
জলবন্দী মেঘের মাঝে
মেঘবন্দী জলে
শেষ হয়ে যাওয়া অচিন পথে
কিংবা কোন পথের শেষে-
খুঁজে খুঁজে ফিরি শুধু তোমাকে
ফিরে ফিরে খুঁজি আমার আমিকে,
কখনো পাওয়ার হাসিতে
কখনো না পাওয়ার কান্নায়
ডায়েরীর পাতা জুড়ে
দিনরাত্রি আছো তুমি-আমার ভাবনায়!
নির্জন নীলের মাঝে
নীলচে নির্জনতায়-
অপেক্ষার প্রহর ভেঙে
প্রহর ভাঙার অপেক্ষায়,
খুঁজে খুঁজে ফিরি শুধু তোমাকে
ফিরে ফিরে খুঁজি আমার আমিকে,
কখনো পাওয়ার হাসিতে
কখনো না পাওয়ার কান্নায়
ডায়েরীর পাতা জুড়ে
দিনরাত্রি আছো তুমি-আমার ভাবনায়!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।