আমিতো দেখিনা হায়, বন্ধচোখে অন্ধচোখে
শূন্যতার চাপ
_________
তারপরও
কিছুকিছু মন চেয়ে থাকে দৃষ্টিসীমায়-
কোলাহল অথবা নির্জনে হাতড়ে বেড়ায় অন্য মনের ছায়া, জাগাস্বপ্নের তালে পেছনে হারায় শুভ্রকাল। কারো কি আসার কথা ছিলো ! কেউ কি আসবে ! ভাবতে ভাবতেই পেরিয়ে যায় সুন্দর, ছেয়ে যায় বিষাদ।
হয়তো ভালোলাগা বা ভালোবাসা এমন কিছু
যা আসলে তেমন কিছুই না,
বোধকরি একটু
অথবা অনেকটায় শুধুমাত্র শূন্যতার চাপ।।
____________________
____বাকী অরিন্দম
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।