আমাদের কথা খুঁজে নিন

   

শূন্যতার অভিশাপ

যে লেখে সে আমি নয়...




সীমান্তের ওপারে নিকষ অন্ধকার—মনে হয় এই পৃথিবীর
সমস্ত প্রাণী আবদ্ধ হয়ে আছে কিংবা
মরে গেছে মানুষ, শুধু একা বেঁচে আছি আমি
আকাশের প্রলয় দেখার অপেক্ষায়—

তার আগে কোনো একদিন, শ্রাবণের অবিরল বর্ষণে
আমি নিস্তদ্ধ হয়ে গেছি—পঙ্গু হয়ে গেছে আমার হৃদয়
কোনো হাহাকার আর বাজে না আমার বুকে
আমি যেন নিথর পাথর খণ্ড এক।

তারও আগে শূন্য হয়ে গেছে হৃদয়—পৃথিবীর আলো অন্ধকারে
যেদিন বেঁচে ছিলাম আমি, মানুষ হয়েছি সেইদিন
মৃত্যুর কালো অভিশাপ যেদিন মনে হয়েছিল উপহাস এক
মরার আগে বলেছিলাম চিৎকার করে—মীরা।

তবু আজ নিষিদ্ধ এই পৃথিবীতে বেঁচে আছি অভিশাপ হয়ে
আমি বিষাক্ত করে দেবো সমস্ত পৃথিবীকে—নিরন্তর অভিশাপ দেবো
সমস্ত মানুষকে—আজো যারা ভালোবাসেনি
কিংবা উষ্ণ চুম্বন এঁকে দেয়নি কোনো প্রতিমার ঠোঁটে।

আমি শুধু অভিশাপ দেবো যারা আজো ভালোবাসেনি
অবগাহন করেনি ভালবাসার সমুদ্রে—প্রেম যাদের কাছে ছেলেখেলা
ওরা জর্জরিত হোক আঘাতে আঘাতে—
সমস্ত পৃথিবী বিষাক্ত হয়ে যাক।

যে আঘাত কেড়ে নিয়েছে রাতের ঘুম—সমস্ত মানুষ
সেই আঘাতে জর্জরিত হোক—হে ঈশ্বর তুমিও
সৃষ্টির বেদনা ছড়িয়ে দাও পৃথিবীতে—
আমার বুকের গভীরে গড়ে তোল তোমার প্রতিমা।




ঢাকা।। ৯ সেপ্টেম্বর সোমবার ২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।