দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। গতকাল বৃহস্পতিবার সকালে তাঁর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে না। ’
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পুলিশের নিরাপত্তা-প্রস্তুতি কেমন, তা জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মহানগর পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রাজধানীতে অবৈধ অস্ত্রের ব্যবহার-সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাম্প্রতিককালে যেখানে অস্ত্রের ব্যবহার হয়েছে, সেসব অস্ত্র পুলিশ উদ্ধার করেছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে না। এবার ঈদ উৎসব হবে, চাঁদাবাজির উৎসব হবে না।
নির্লজ্জতা আর কাকে বলে। গত কয়েকদিনের পত্রিকা কি বলে ঢাকার আইন শৃংখলার ব্যাপারে আমরা সবাই তা জানি। আজকেও প্রথম আলোর লিড নিউজ- রাত হলেই ছিনতাই!
ডিএমপি কমিশনার বলেন, নিরাপত্তার ব্যাপারে পুলিশের পাশাপাশি মানুষকেও সচেতন হতে হবে।
এসব সচেতনতার জন্য পুলিশ ইতিমধ্যে ১৩ লাখ প্রচারপত্র বিলি করেছে।
হ্যা জণগন সচেতেন হয়েছে। গতকাল সন্ধায় মতিঝিলে তার প্রমাণ জনতা দিয়েছে। আর কত খুন, ছিনতাই, চাঁদাবাজী, গুম, অপহরনসহ বিভিন্ন অপরাধ হলে ডিএমপি কমিশনারের কাছে পরিস্থিতি খারাপ বলে মনে হবে?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।