আমাদের কথা খুঁজে নিন

   

আকাঙ্খা.........

মইধ্যে রাইতে লুকাইয়া লুকাইয়া হাসতাম কিন্তু অহন আর হাসবারও পারি না, কিচ্চু হইলেই ঝারি মারে :( ওই কুটকুট কইরা হাসবি না!
আকাঙ্খা......... সময়ের পায়ে ভর করে ছুটে চলা, অসন্তোষ চেনা গন্তব্যে তবুও! অপ্রিয় কূলে নোঙর ফেলি, প্রাচীন আকাঙ্খা ব্যাপ্তির আশায়। নয়নভরা সুরাহত চাওয়াগুলো পরিচয় খোজে রঙিন কোন পরিবেশের কর্কষকণ্ঠে চিতকার করে, অনাদায়ী অনুভবের আশায়। চাওয়া-পাওয়ার মাঝ পথে, অচেনা গ্লানিই শুধু ফলাফল। তবুও! সেই পুরোনো স্বাদ, দু’নয়নে আদিম স্বপ্ননিয়ে বাসাবাধা সুখগুলোকে সাথে নিয়েও, আমাদের সেই তৃপ্তিহীন নি:শ্বাস। ফের শুরু হয়, পুরোনো বৈঠাহাতে চেনা খেয়ার অনুমতি নিয়ে, নোঙর ফেলি নব সূচনায়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।