আমাদের কথা খুঁজে নিন

   

শেয়ারবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : এসইসির চেয়ারম্যান



ডিএসই'র পুনর্নির্মিত অফিস উদ্বোধন সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার বলেছেন, শেয়ারবাজারের বৃহত্তর স্বার্থে স্টক এক্সচেঞ্জকে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে এসেট ম্যানেজার, মার্চেন্ট ব্যাংকসহ সংশ্লিষ্ট সবাইকে দীর্ঘমেয়াদি পুঁজিবাজার গঠনে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়েছেন তিনি। বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের পুন:নির্মিত অফিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। ডিএসইর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মঞ্জুর এলাহী, ব্যবসায়ী আবদুল আউয়াল মিন্টু, এসইসির সদস্য মনসুর আলম প্রমুখ। ডিএসইর পুন:নির্মিত অফিসের সাজসজ্জার প্রশংসা করে এসইসি চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারের প্রসারের সঙ্গে সঙ্গে ডিএসই ও ম্যানেজমেন্টেরও প্রসার ঘটেছে।

পরিবেশের সঙ্গে সঙ্গে কাজের মানেরও সমন্বয়ের পাশাপাশি স্বচ্ছতা এবং জবাবদিহিতা বজায় রাখতে হবে। জিয়াউল হক খোন্দকার আরও বলেন, স্টক এক্সচেঞ্জ, মার্চেন্ট ব্যাংক, এসেট ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাই যদি সঠিকভাবে নিজ দায়িত্ব পালন করে তাহলে শেয়ারবাজারের গভীরতা আরও বৃদ্ধি পাবে। অনুষ্ঠানে এফবিসিসিআই’র সভাপতি একে আজাদ বলেন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার দায়িত্ব আমাদের সকলের। আমরা শেয়ারবাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলো মনিটরিং করছি। শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে ’৯৬ সালের ঘটনার পুনরাবৃত্তির কোন সম্ভাবনা নেই বলে তিনি জানান।

বিনিয়োগকারীরা যে আস্থা নিয়ে বাজারে এসেছেন সেটা যাতে নষ্ট না হয় সেটা ধরে রাখার জন্য পুঁজিবাজার নেতাদের প্রতি আহ্বান জানান। ডিএসইর সভাপতি শাকিল রিজভী অনুষ্ঠানে আগত অতিথিদের স্বাগত জানিয়ে শেয়ারবাজারের আজকের এ অবস্থানের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ৩১ অক্টোবর ৩০০০ কোটি টাকা লেনদেন উপলক্ষে অনুষ্ঠানে কেক কাটা হয়। শেয়ারবাজারে বিভিন্ন ধরনের অবদানের জন্য ডিএসইর সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান, মিজানুর রহমান, মাসুদুল হকসহ কয়েকজনকে সম্মাননা প্রদান করা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.