আমাদের কথা খুঁজে নিন

   

সম্পুর্ন ফ্রীতে একটা ব্লগ তৈরীর করে নিন [ফ্রী ডোমেইন এবং হোস্টিং দিয়ে]

ভাল লাগার ও না লাগার কিছু কথা

আপনি যখন ইন্টারনেট একটা সাইট/ব্লগ হতে আর অন্যন্যা সাইট/ব্লগ যান তখন আপনার মনে কখন প্রশ্ন যাগে না ইস আমার যদি একটা ব্লগ থাকতো ? , যেখানে আমি আমার নিজের সকল ভাবনা-চিন্তা আমি ইচ্ছা মত প্রকাশ করতে পারতাম । যেখানে প্রতিদিন অনেক জায়গার ভিজিট আস্তো , দেখতো আমার প্রতিভা , দেখতো আমার সৃষ্টি। এখন আপনার হয়তো ইচ্ছা আছে , তবে কি ভাবে এই সাইট/ব্লগ বানাবেন আপনি জানেন না । আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে আমি কিসের মাধ্যমে ব্লগ বানাবো ? , কীভাবে বানাবো ? , কিভাবে এই ব্লগ ব্যবহার করবো ? কী তাই না । আপনাদের এই সব উত্তর আমি দেয়ার চেস্টা করবো।

আমি আপনাদের নিজের একটা সাইট/ব্লগ বানাতে এমন কিছু টিউটোরিয়াল শেয়ার করবো। যা থেকে আপনি মাত্র ৩০ মিনিটে আপনার মনের মত ফ্রী ডোমেইন এবং হোস্টিং দিয়ে দিয়ে একটা নিজের ব্লগ বানিয়ে নিতে পারবেন । ত আর দেরি কেন? নিন্মে আমি কিছু টিউটোরিয়াল এর লিঙ্ক শেয়ার করলাম । যা থেকে আপনি সহজে একটা ব্লগ বানিয়ে নিতে পারবেন । বি.দ্র : এখানের প্রথম চারটি টিউটোরিয়াল এর আগে somewhereinblog আমি প্রকাশ করেছিলাম ।

১. ওয়ার্ডপ্রেস কি ? এটা কেন ব্যবহার করবো? [পর্ব ১] লিখেছেন : ফাহিম রেজা (বাঁধন) ২. ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবং সাবধানতা [পর্ব ২] লিখেছেন : ফাহিম রেজা (বাঁধন) ৩. ফ্রী ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবং ডোমেইন নেম সেটআপ [পর্ব ৩] লিখেছেন : ফাহিম রেজা (বাঁধন) ৪. কিভাবে ওয়ার্ডপ্রেস সার্ভারে ইনস্টল করবেন , [অনলাইন ফাইল ম্যানেজার দিয়ে] [পর্ব ৪] লিখেছেন : ফাহিম রেজা (বাঁধন) ৫. ওয়ার্ডপ্রেস কে বাংলা করুন সহজে !!! [পর্ব ৫] লিখেছেন : জিসহান জাকারিয়া ৬.ওয়ার্ডপ্রেস প্লাগিন (Bangla KB) বাংলা কিবোর্ড সুবিধা যোগ করা [পর্ব ৬ ] লিখেছেন : টিউটো বিডি ৭.ওয়ার্ডপ্রেস প্লাগিন (All in One SEO Pack) সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন [পর্ব ৭ ] লিখেছেন : টিউটো বিডি ৮.ওয়ার্ডপ্রেস প্লাগিন (Bangla Date) তারিখগুলো বাংলাতে করা [পর্ব ৮ ] লিখেছেন : টিউটো বিডি ৯. ওয়ার্ডপ্রেস প্লাগিন (WP-PageNavi) ব্লগে পাতার নম্বর যুক্ত করা [পর্ব ৮ ] লিখেছেন : টিউটো বিডি ১০.সাইটের ফেবিকন যুক্ত করুন সহজে [পর্ব ৮ ] লিখেছেন : টিউটো বিডি


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.