আমাদের কথা খুঁজে নিন

   

উপদেশ নামা

অকবি @অ-কাজের কবি

বাবা শুনে যাও তোমার চশমাটা ঠিক করে নাও একটু কাৎ করে.. যেন ঘাড় কাৎ না হয়। কালো চশমা দেখবে ঝাপসা.. কি দশাই না হয়েছিল আমার তোমার মত কাল চশমা পায়নি বলে ত্রিশ বছর ধরে খুব পরিপাটি করে চশমা পরেই একাজ শুরু করেছিলাম একটু কষ্ট করলে.. অভ্যাসটা রপ্ত হয়ে যাবে। পরিচিত কাউকে দেখলে চশমার ফাঁক দিয়ে দেখবে অতিরিক্ত আবেগ প্রবণতা বাদ দেবে আত্মীয়ের সাথে কথা বলবে না। টাকা নিতে সংকোচ করবে না ঘুষের দোকানে চাকরী.. তাও কেরানিগিরী। দেখোনা আমায়? বড় এসিওয়ালা গাড়ী নিয়ে বাড়ী ফিরি। অফিসের কাজ আমার, শুধুই টাকা নেওয়া টাকায় টাকায় ঘর দোর ভরে দেওয়া। আমার সন্তান বড় হবে তার বাড়ী হবে গাড়ি হবে আমার চেয়েও.. বাড়তি টাকা হবে সোনার পালংকে তার থাকা হবে। একটি বউ থাকবে তার চুলে মনি-মুক্তার বিনি থাকবে। বাবা, আমি চলে যাচ্ছি.. বলে যাচ্ছি, আমার একটি ওচিয়ত থাকবে কোন দিন বউ মা'র একটি চোখ নষ্ট হলে তাকে আর একটি হীরের চোখ পরাবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।