আ মা র আ মি
১. ?
পুরোটা বেঞ্চ জুড়ে
একা হয়ে বসে আছি।
তুমি আমার ডান পাশে বসতে চাও,
নাকি বাঁয়ে?
২. জড়তায় স্থির
বলার মত কিছু না বলেই তোকে বলছি
যেন তুই বলে না দিস কাওকে সে কথা।
বলার মত হলেও তোকেই বলতাম
কেননা সে তো বলার মতই এক জড়তা।
৩. ছায়াটা
পায়ে পায়ে চলতে থাকা ছায়াটা
পায়ের শব্দের সাথে
হঠাৎ করেই চলে গেছে
কোন এক আঁধারে।
তারপর থেকেই আমি ছায়াহীন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।