আ মা র আ মি
মাঝরাতে ঘুম ভেঙে গেলে যদি দেখো চাঁদ।
সপ্ন সময় ছুঁয়ে ছুঁয়ে কেটে যাবে রাত।
ঘুমপরীরা উড়ে এসে জুড়ে দেবে ঘুম।
জীবনের শত কোলাহলে রাত নিঝুম।
জোছনা ভেজা হাওয়াগুলো ভিজিয়ে দেবে মন।
মনের মধ্যে বাঁধবে বাসা সুখের আলিঙ্গন।
ঘুমিয়ে যাও ঘুমিয়ে যাও ছেঁড়াখোরা দিন।
আমি জেগে চাঁদের সাথে, মেঘের কাছে ঋণ।
-------------------------------------------------------সাত. ছয়. দুইহাজার নয়
ছবি: Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।