এটা আমি লিখেছিলাম যখন ওয়াচে ছিলাম। মনে হল এই দরকারি পোস্টটি আবার দিলে আরো অনেকেরই উপকার হবে। তাই সেফ হবার পর রিপোস্ট করলাম।
বাংলাদেশে সম্পূর্ণভাবে ইন্টারনেট ব্যাংকিং চালু হয়নি কিন্তু প্রাইম ব্যাংক প্রায় এর কাছাকাছি কিছু সুবিধা দিচ্ছে। আমি দেখেছি অনেকেই DBBL বা BRAC ব্যাংকিং করেন।
DBBL এ নিজের নাম এ ২টা Account থাকলে একটা থেকে আরেকটা Accountএ টাকা পাঠানো যায় কিন্তু অন্যজনের DBBL Accountএ বা অন্য বেসরকারি ব্যাংক এ টাকা পাঠানো যায়না। BRAC ব্যাংক থেকেও এক Account থেকে BRAC ব্যাংকের অন্য Accountএ টাকা পাঠানো যায়(দিনে ১লাখ)কিন্তু BRAC ব্যাংক অন্য বেসরকারি ব্যাংক এ টাকা পাঠানো যায়না। বিশেষ করে যারা Forex বা Outsourcing করেন তাদের জন্য এই লেখা। আমি নিচে কিছু সুবিধার কথা লিখছি,আশাকরি অনেকেই উপকৃত হবেন। এখন আমাকে ব্যাংক এ যেতে হয়না।
অনলাইনে বসেই ব্যাংকিং করতে পারি।
১) প্রাইম ব্যাংক থেকে বাংলাদেশের যেকোনো বেসরকারি ব্যাংক এ ২৪ঘনটার মধ্যে টাকা পাঠাতে পারবেন। যেমন ধরুন ব্যাংক সময় সকাল১০টা থেকে বিকাল৪টার মধ্যে টাকা পাঠালে আগামিকাল ২টার পরে টাকা জমা হয়ে যাবে। কোনো কারনে টাকা না গেলে আপনার Accountএ ফেরত আসবে।
২) অন্য সরকারি ব্যাংক এও টাকা পাঠতে পারবেন একইভাবে কিনতু সময় লাগবে একটু বেশি কারন সরকারি ব্যাংকগুলো সব অনলাইন নয়।
৩) প্রাইম থেকে প্রাইম ব্যাংকের যেকোনো শাখা তে রাত দিন ২৪ঘনটা ছুটির দিনেও টাকা পাঠাতে পারবেন এবং সাথে সাথেই টাকা জমা হয়ে যাবে।
৪) প্রায় সব ব্যাংকের ক্রেডিট কার্ড এ বিল দিতে পারবেন।
৫) বাংলাদেশের যেকোনো মুঠো ফোন এ টাকা রিচার্জ করতে পারবেন।
৬) ইউটিলিটি বিল দিতে পারবেন(এই সুবিধাটা আসছে)
৭) Balance এবং Statement দেখার সুবিধা তো আছেই।
৮) প্রতিদিন ৩লাখ টাকা পরিমান লেনদেন করতে পারবেন।
৯) যে পরিমান লেনদেন করুন না কেনো প্রতি লেনদেন এ মাএ ৭টাকা + ভ্যাট কাটবে। মুঠোফোন রিচার্জ এ কোনো টাকা কাটবে না।
১০) আপনি প্রাইম ব্যাংকের Current বা Savings account holder হলেই অনলাইন ব্যাংকিং এর জন্য আবেদন করতে পারবেন। এর জন্য আপনাকে ভ্যাট সহ প্রতি বছর ৫৭৫টাকা চার্জ দিতে হবে। এদের Savings Account খুলতে ১০০০টাকার বেশি লাগেনা আর Account এ ৫০০টাকা রাখলেই চলে।
এদের Master ডেবিট কার্ড প্রাইম ব্যাংক এবং ডাচবাংলা ব্যাংকের এটিএম বুথ এ ভাংগানো যায়। এসব কিছুই আপনি করতে পারছেন ঘরে বসে শুধু অনলাইন ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। আপনাকে সময় ও রিকশা ভারা খরচ না করে,লাইনে না দারিয়ে,অনলাইন চার্জ(ব্যাংক টু ব্যাংক ২৫টাকা থেকে ৫০টাকা) না দিয়ে করতে পারছেন। লিংকটি দেখতে পারেন
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।