আমাদের কথা খুঁজে নিন

   

প্রাইম ব্যাংক চ্যাম্পিয়ন

সাবি্বর রহমান রুম্মন যখন বোলিংয়ে আসেন তখন খেলার শুধু আনুষ্ঠানিকতা বাকি। জয়ের জন্য শেষ ওভারে ইউসিবি-বিসিবি একাদশের দরকার ৫৯ রান। তাই রুম্মনের ওভার শুরুর আগেই প্রাইম ব্যাংকের সাজঘরে শিরোপা জয়ের উৎসবে মেতে উঠেন রিজার্ভ বেঞ্চের ক্রিকেটার, কর্মকর্তা ও কোচ। ইনিংসের শেষ বল হওয়ার সঙ্গে সঙ্গে সাকিব আল হাসানের নেতৃত্বে পুরো দল মেতে উঠে জয়োৎসবে। গত দুই মৌসুম ধরে ঘরোয়া ক্রিকেট খেলছে প্রাইম ব্যাংক।

অথচ শিরোপার স্বাদ পেল এই প্রথম। তাও আবার বিসিবি আয়োজিত হঠাৎ কোনো টুর্নামেন্টের। গতকাল মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আম্বার বিজয় দিবস টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে প্রাইম ব্যাংক। ৫৫ রানে হারিয়েছে বিসিবি একাদশকে। চ্যাম্পিয়ন হয়ে ২০ লাখ টাকা প্রাইজমানি পেয়েছে প্রাইম ব্যাংক এবং ১০ লাখ টাকা রানার্স আপ প্রাইজমানি পেয়েছে বিসিবি একাদশ।

২৯৮ রান করে টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হিসেবে ১ লাখ টাকা পেয়েছেন এনামুল হক বিজয়।

লীগ পর্বে দুই দলের সাফল্য ও ব্যর্থতার হার সমান। সিলেট বিভাগীয় স্টেডিয়ামে প্রথম পর্বে সাত উইকেটে জিতেছিল সাকিব বাহিনী। মিরপুরে দ্বিতীয় পর্বে তামিম বাহিনী জিতেছিল ৫ উইকেটে। দুই দল তাই সমান আত্দবিশ্বাস নিয়েই খেলতে নামে।

দুই দলের আড়ালে ছিল ব্যক্তিগত দ্বৈরথও। দুই বন্ধু সাকিব ও তামিমের লড়াই। দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও মিজানুর রহমান বাবুলের লড়াই। তামিম ও এনামুলের টুর্নামেন্ট সেরা হওয়ার লড়াই। সব লড়াইয়ে হেরেছে তামিমের দল।

ব্যক্তিগত দ্বৈরথে সাকিবের কাছে হেরেছেন তামিম। সাকিব ১৪ রান করার পাশাপাশি বোলিংয়ে ৪ ওভারে ২৭ রান খরচে নিয়েছেন এক উইকেট। অন্যদিকে তামিম রান করেছেন মাত্র ২। যদিও আউটি নিয়ে সন্তুষ্ট নন তামিম, 'আউট নিয়ে আমি কিছু বলব না। তবে আমার মনে হয়েছে এটা আউট ছিল না।

' আউট দেওয়ার পর আম্পায়ারের সঙ্গে তর্কে লিপ্ত হওয়ায় বিসিবি একাদশের অধিনায়ককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৪ রান করে প্রাইম ব্যাংক। দলের পক্ষে সর্বোচ্চ ৬২ রান করেন অনূধর্্ব-১৯ দলের ক্রিকেটার লিটন দাস। ৩৯ বলের ইনিংসটিতে ছিল ৬টি বাউন্ডারি ও দুটি ওভার বাউন্ডারি। টুর্নামেন্ট সেরা এনামুল করেন ২৭, সাবি্বর রহমান করেন ২৫ রান।

বিসিবি একাদশের পক্ষে সফল বোলার ছিলেন আল আমিন, ৩১ রানে নেন ৩ উইকেট। ১৭৫ রানের টার্গেটে খেলতে নেমে নিয়মিত উইকেট হারিয়ে ২০ ওভারে ৮ উইকেটে ১১৯ রান করে বিসিবি একাদশ। প্রাইমের সফল বোলার ছিলেন তাইজুল, ২১ রানে নেন ২ উইকেট। এ ছাড়া সাকিব, সোহাগ গাজী, রুবেল হোসেন ও সাবি্বর একটি করে উইকেট নেন। উইকেট ছাড়াও দুই-দুটি অসাধারণ ক্যাচ নেন রুবেল।

 

সংক্ষিপ্ত স্কোর

প্রাইম ব্যাংক : ১৭৪/৬, ২০ ওভার (এনামুল হক বিজয় ২৭, লিটন দাস ৬২, সাবি্বর রহমান রুম্মন ২৫, সাকিব আল হাসান ১৪, সৈকত আলী ১৬, অলক কাপালি ১৮। আল আমিন ৩/৩১, আরাফাত সানী ১/৩৪, মুক্তার আলী ২/৩১)।

 

ইউসিবি-বিসিবি একাদশ : ১১৯/৮, ২০ ওভার (তামিম ইকবাল ২, রনি তালুকদার ৩২, ইমরুল কায়েস ২৩, নাঈম ইসলাম ৬, মিথুন আলী ১০, মুক্তার আলী ১০, শহিদ ০। তাইজুল ইসলাম ২/২১, সাকিব আল হাসান ১/২৭, রুবেল হোসেন ১/১৯, সোহাগ গাজী ১/২৯ , মো. শরীফ ১/১৮)।

 

 



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.