২০১০ সালের প্রাইভেট বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ট্রাস্টি বোর্ডের সদস্যেদের অনুমোদনে গঠিত হয় দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অন্যতম প্রাইম ইউনিভার্সিটি। এটি ঢাকার উত্তরাস্থ ৭ নম্বর সেক্টরের বিএনএস সেন্টারে অবস্থিত। এখানেই রয়েছে প্রাইমের হেড অফিস ও মূল ক্যাম্পাস। 'স্বল্প খরচ, শিক্ষা হবে মানসম্মত' এই স্লোগানে ২০০২ সালে এটি প্রতিষ্ঠা লাভ করে। বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে কয়েক হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা নিচ্ছে।
বর্তমানে স্প্রিং ২০১৪ সেশনে ভর্তিমেলা চলছে। এ উপলক্ষে ভর্তি ফিতে অর্ধেক ছাড়সহ সব বিভাগে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ভর্তি ফি ১১ হাজার টাকা হলেও মেলা উপলক্ষে তা অর্ধেক করা হয়েছে। এ ছাড়া বিভাগ ভেদে টিউশন ফিতে রয়েছে ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়।
প্রাইমের রয়েছে বেশ কয়েকটি সময়োপযোগী বিভাগ যেমন বিবিএ, এলএলবি অনার্স, বিএ অনার্স ইন ইংলিশ, বিএসসি ইন ট্রিপল ই, বিএসসি ইন ইটিই, বিএসসি অনার্স ইন সিএসই, এমবিএ এক্সিকিউটিভ, এমবিএ রেগুলার, এলএলএম ফাইনাল, এমএ ইন ইংলিশ।
উল্লেখ্য, চাকরিজীবী ও ব্যস্তদের সুবিধার জন্য কয়েকটি বিভাগে শুধু শুক্রবার ক্লাস হয়। এগুলো হচ্ছে এমবিএ, এমএ ইন ইংলিশ, সিএসই [শুধু ডিপ্লোমা ডিগ্রিধারীদের জন্য], এলএলবি [প্রি ও ফাইনাল], ইটিই [শুধু ডিপ্লোমাধারীদের জন্য], ট্রিপল ই [শুধু ডিপ্লোমাধারীদের জন্য], এলএলএম [প্রি ও ফাইনাল]। ভর্তির বিষয়ে বিস্তারিত জানতে ৮৯৫৭৫৪২, ০১৭৭০৫১৩০৭০ ডায়াল করতে পারেন। ভিজিট করতে পারেনwww.primeuniversity.acউল্লেখ্য, ছাড়ে ভর্তির শেষ তারিখ ৫ ফেব্রুয়ারি। আর সপ্তাহের ৭ দিনই সকাল ৯টা থেকে বিকাল ৬ টা পর্যন্ত ভর্তি কার্যক্রম চলছে।
-শিক্ষা ডেস্ক
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।