সোশ্যাল মিডিয়া ব্লগ http://www.socialnewsbd.com/ শাহবাগে আমাদের গনজাগরন হয়েছে দেশের সম্মান এবং ৩০ লাখ বাংলাদেশির রক্তের সম্মান রক্ষার্তে। ৩৫৫ টা খুন করা কসাই রাজাকার এর যাবজ্জীবন কারাদন্ড বাতিল করে ফাসি দেয়ার দাবিতে আন্দোলন হচ্ছে। এখন পিছে ফিরে তাকানোর কোনো উপায় নেই। তবে এই আন্দোলন কোনো মতেই পবিত্র ধর্ম ইসলাম এর বিরুদ্ধে হচ্ছেনা। যদি হয় তাহলে আমি ই এর বিপক্ষে দারাবো।
খুব ই দুঃখের সাথে বলতে হচ্ছে শাহবাগের প্রজম্ন চত্বরে জনতার আন্দোলনের সাথে মিশে গিয়ে নিজেদের হিরো বানানো শুরু করেছে নোংরা গুটিকয়েক নাস্তিক। আমি নাম বলতে চাচ্ছিনা, সবাই নাম জানেন। ওরা কেনো ওইখানে থাকবে? যারা ব্লগে প্রকাশ্যে ইসলাম এবং আমাদের প্রিয় নবীর বিরুদ্ধে নোংরা কথা বার্তা বলেছে? এখনো বলে? তারাই তো দাবি তুলেছে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে। তারা কে? Who the Hell are they? ব্লগে যখন ইসলাম সম্পর্কে ওই নোংরা পশু গুলা নোংরা কথা বলে তখন আমরা ঝাপিয়ে পরি গালি দেয়ার জন্যে, আর এখন কি করছি?। এখন ওদের শাহবাগে স্টেজে দেখা যাচ্ছে, জানতে চাই কেনো?
তথ্য মন্ত্রী সাহেব বলেছেন, ইসলাম নিয়ে কটুক্তি করলেই আইনী ব্যাবস্থা নেয়া হবে।
আমি বলি, এখনো ওই নোংরা পশু গুলার ব্লগ পোস্ট আছে বিভিন্ন ব্লগে। আপনার খুজতে কষ্ট হলে আমরাই খুজে দেবো। এখন ই ধরেন ওই পশুগুলাকে। ওদের শাহবাগে স্টেজে পাওয়া যাবে। বিভিন্ন ব্যানার দিয়ে দারিয়ে আছে।
ফেসবুকে তারা ইসলাম এর বিরুদ্ধে কটুক্তি অব্যাহত রেখেছে। শাহবাগ আন্দোলনকে কলঙ্কিত করছে ওই পশুগুলা।
শিবির এর ছাগুরা তাদের শেষ সময়ে এসে পৌছেছে। আমি শুনেছিলাম সরকারি প্রতিষ্ঠান ছাড়া জাতীয় পতাকা উড়ানোউ নাকি বেআইনী। তাহলে প্রকাশ্যে পতাকা ছেরার শাস্তি কি হতে পারে সেটা সম্পর্কে জানিনা তবে অনুমান করতে পারি।
কোনো দেশপ্রেমিক কে দেখলাম না পতাকা ছেরার জন্যে মামলা করতে। শুনলাম পাকিস্তান জিন্দাবাদ বলে নাকি মিছিল করা হয়েছে, শহীদ মিনার ভাঙ্গা হয়েছে। তো আমি জিজ্ঞাসা করবো আর কি দরকার আছে যা করলে জামাত শিবির কে নিষিদ্ধ করে তাদের গ্রেফতার করার জন্যে? জাতীয় পতাকা ছেরার মত অপরাধ করার পরও পুলিশ কার্টুনের মত দাঁড়িয়ে থাকে কোন সাহসে?
জামাত শিবির হল কাপুরুষের দল। ইসলাম কে ঢাল বানিয়ে তারা মিত্যাচারের রাজনীতি করছে এবং দেশের বিরোধিতা করছে। আমি আর বসে থাকতে পারছিনা, পুলিশ বাহীনীর মত কার্টুন হয়ে দেশের অসম্মান করা ঐ দেশদ্রোহীদের সহ্য করতে পারছিনা।
হয় মারুন নাহয় দায়ীত্ব থেকে সরে যান।
ছোটকালে একটা কথা শুনেছিলাম যেটা আমাদের নবিজী বলেছিলেন যে ১৪০০ হীজরির পরে কি হবে তা তিনি বলতে পারবেন না। সত্যিই, এগুলা তার বলার মত ছিলনা।
আমি যদি কোনো ভুল বলে থাকি ক্ষমা করবেন দয়া করে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।