আমাদের কথা খুঁজে নিন

   

আমার টিচার.।.।..।.।.।।

I never knew how to worship until I knew how to love.

আমার টিচার যার নাম বলা যাবেনা, তিনি খুবই গল্প বাজ, ক্লাসে পড়া বাদ দিয়া নানান ধরনের গল্পে মেতে উঠেন আর কিছুখনের মধ্যে খেই হারিইয়ে ফেলেন। তো তিনি এক দিন গল্প ধরলেন এইরকম ঃ একবার তিনি সুন্দরবনে গেলেন শিকারে একা একা। তো হরিণ শিকার করবেন এই ভেবে বন্দুক নিয়া বের হলেন। হটাত একটি হরিণ পেয়ে ও গেলেন। এক গুলিতে সেটাকে মেরে ফেললেন।

এতো বড় হরিণ একা কি ভাবে নিয়ে যাবেন এই ভেবে হরিণের একটা পা কেটে ঘাড়ে নিয়ে হাটতে লাগ্লেন। পথে হটাত একটি বাঘ ও পেয়ে গেলেন। তো সেটাকে ও মেরে ফেললেন এবং তার ও একটা ঠ্যাং কেটে অণ্য কাধে নিয়ে হাটতে লাগ্লেন। এমন সময় স্যারের ফোন এল, এইজন্য তিনি এক্ টু বাইরে গেলেন। কিছুখন পরে তিনি ক্লাসে এসে বললেন,"তো কি যেন বলছিলাম?"।

আমরা বললাম, স্যার দুই পা আপনার কাধে নিলেন তারপর............স্যার বললেন" ও তারপর দুই পা কাধে নিয়ে দিলাম ঠাপ............"।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।