আমাদের কথা খুঁজে নিন

   

রাজকন্যা সমাচার

আমার মন খারাপের পরেও, আমি আছিরে তোর পাশে...

অনেকদিন হয়ে গেল ব্লগে নতুন কিছু দেয়াতো দূরের কথা, প্রিয় ব্লগারদের ব্লগ ঘুরে আসার মত সময়ও আমার ছিলোনা। এর মধ্যেই কেটে গেলো বেশ কিছুদিন। তার মধ্যেই অনন্য হয়ে এসেছিলো আমার রাজকন্যার দ্বিতীয় জন্মদিন। খুব ঘটা করে নয়, কিন্তু অনেক মজা করে পার করেছি দিনটা। শুধুই নিজেরা।

নিজেদের মধ্যেও কেউ থাকে দূর দেশে। তার মধ্যে আমার রাজকন্যার “বিগ বি” (আমার ইমিডিয়েট বড় ভাই, আমার বন্ধু), মামনি (আমার জানের জান দোস্ত এবং আমার ভাই এর বউ)। দেশের মধ্যেই অন্য জেলায় আমার কন্যারত্নের দীদা-দাদু। তবু কেক কর্তন করার সময় সবাইকে ফোন করে যুক্ত থাকতে বলা হয়েছে। লেখা দীর্ঘ না করে আনন্দময় মুহূর্তগুলি বরং সবার সাথে শেয়ার করি……… জন্মদিনের কেক।

সামান্য খানাপিনা। কেক কর্তন। চাচ্চুর দেয়া গিফট নিয়ে বড়ই দুর্ভোগ। কোথায়, কিভাবে রাখবে??? বিগ বি আর মামনি-র উপহার। সাতদিন পর এই ঘোড়ার উপর কন্যা বসেছে এবং ভীমবেগে দোল খাওয়া শুরু।

রাজকন্যার বাবু-রা। এদেরকেই কখনো মেরে পা ভেঙ্গে দেয় সে। আবার কোলে তুলে আদর করে গান শোনায়, ঘুম পাড়ায়। বাবার সাথে ফটোসেশন। ছবি তুলতে গেলেই বাদরামি।

চলছে তার ফটোসেশন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।