আমাদের কথা খুঁজে নিন

   

রাজকন্যা

মশিউর রহমান

রাখাল রাজা পথের ধূলায় আমার আগোছালো বসবাস, রাজকন্যার করেছি চুরি মন প্রান আর করেছি নি:শ্বাস। মেঘের বালিশে মাথা রেখে ঘুমায় পরবাসী রাজকন্যা তারে দেখবো মনের সুখে আমার দুচোখ ধরেছে বায়না। বিরহে কাতর মন প্রান অতৃপ্ত বাসনায় করছে শুধু গুঞ্জন, হাতে হাত চোখে চোখ রাখা কবে আসবে সেই সুমধুর ক্ষণ। ঘুরবো মোরা মাতাল সময়ের গলায় ঘন্টি বেঁধে বন-বাদাড়, গ্রাম-গঞ্জ মাঠ-ঘাট বিল-ঝিলমিল নদী-নালা সাগর-পাহাড়। রাজকন্যার আমি প্রাণ মাতাবো দীঘির জল-তরঙ্গের সুরে, চুপচাপ নিঝুম ক্লান্ত চৈত্রের আগুন ঝরা উদাস ভর দুপুরে। বসে উদভ্রান্ত পথিকের মত দ্বারিয়ে থাকা তালগাছের পদমূলে, দেখাবো সাদা বক, মাছ আর শাপলা ফুলদের নৃত্য স্বচ্ছ জলে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।