আমাদের কথা খুঁজে নিন

   

সম্পুর্ন একটা ব্লগ তৈরীর টিউটোরিয়াল [পর্ব ৩] ফ্রী ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবং ডোমেইন নেম সেটআপ

ভাল লাগার ও না লাগার কিছু কথা

সবাই কেমন আমার সালাম জানিয়ে আমার আজকের লেখা শূরু করলাম । গতকাল আমি ডোমেইন নেম এবং ওয়েব হোস্টিং রেজিস্ট্রেশন করার প্রক্রিয়া এবং সাবধানতা নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম । আজ আমি আপনাদের www.co.cc এবং http://www.byethost.com তে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পুর্ন ধাপ আলোচনা করবো । এবং কিভাবে ডোমেইন নেম সেট আপ করবেন তা নিয়ে আলোচনা করবো । তাই কথা না বারিয়ে কাজে আসা যাগ ।

১ম ধাপ: প্রথমে www.co.cc তে প্রবেশ করুন , তাহলে নিচের ছবিটার মত একটা পেজ় আসবে । এখানে দেখুন লাল বক্স করা একটা জায়গা আছে তাতে আপনার কাজ্ঞখিত ডোমেইন নেম টাইপ করুন এবং check availability বাটন এ ক্লিক করুন । ২য় ধাপ: check availability বাটন এ ক্লিক করার পর আপনার ডোমেইন নেম থাকলে নিচের ছবিটার ণ্যায় একটা ছবি আসবে । এবার আপনি Continue to registration এ ক্লিক করুন । ৩য় ধাপ: Continue to registration এ ক্লিক করার পর নিম্নের পেজ টা আসবে ।

এবার নিচে দিকে লাল রঙ বক্স লেখা create an account now ক্লিক করুন । ৪র্থ ধাপ: create an account now ক্লিক করলে নিচের পেজটা আসবে। যেখানে আপনার পার্সোনাল ইনফারমেশন দিতে হবে । সব কিছু দেয়া হয়ে গেলে I accept the terms of service এর পাসে বক্স এ হ্যা চিহ্ন দিয়ে create an account now এ ক্লিক করুন ক্লিক করুন ব্যস ডোমেইন নেম রেজিস্ট্রশন এর কাজ শেষ । এবার ওয়েব হোস্টিং রেজিস্ট্রশন এর পালা ।

৫ম ধাপে এ ওয়েব হোস্টিং রেজিস্ট্রশন নিয়ে আলোচনা করা হল । ৫ম ধাপ: প্রথমে http://byethost.com তে প্রবেশ করুন , তাহলে নিচের ছবিটার মত একটা পেজ় আসবে । পেজ ঠিক ভাব পুরন করে Register বাটন এ ক্লিক করুন । ব্যস কাজ শেষ । এবার আপনার দেয়া ইমেইল একাউন্টে একটা ভেরিফিকেশন লিঙ্ক পাঠিয়ে দিবে ।

এবার আপনার দেয়া ইমেইল একাউন্ট টা চালু করুন এবং ভেরিফিকেশন লিঙ্ক টাতে ক্লিক করুন । ৬ষ্ট ধাপ: ভেরিফিকেশন লিঙ্ক এ ক্লিক করলে করলে নিচের ইমেজ ভেরিফিকেশন বক্স আসবে তা পুরন করুন এবং register বাটন এ ক্লিক করুন । ৭ম ধাপ: register বাটন এ ক্লিক করলে আপনাকে একটা ডাটা দেয়া হবে আপনি এটা সংরক্ষন করুন [নিচের ছবিটার ন্যায়]। ব্যস কাজ শেষ । আপনার হোস্টিং রেজিট্রেশ্ন হয়ে গেল ।

এবার আপনার ডোমেইন সেট আপ করার পালা । ৮ম ধাপ: এবার আপনার হোষ্টিং সিপ্যানেল [http://cpanel.byethost.com] কন্ট্রোল প্যানেল ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে এ লগইন করুন । ৯ম ধাপ: আপনি সফল ভাবে লগইন করতে পারলে নিচের পেজ টা আসবে । এবার তাতে Addon Domains এ ক্লিক করুন । ১০ম ধাপ: এবার নিচের ছবিটা ন্যায় একটা পেজ আসবে , তাতে আপনার ডোমেইন নেম টা টাইপ করুন এবং Add Domain এ ক্লিক করুন ব্যস এখান কার শেষ ।

১১তম ধাপ: এবার আপনি http://www.co.cc যান এবং লগইন করুন । লগিন করলে নিচের ছবিটার ন্যায় একটা পেজ় আসবে । এবার সেটআপ [Set up]এ ক্লিক করুন । ১২তম ধাপ: সেটআপ [Set up]এ ক্লিক করুন এবং সেখান হতে Name Server ক্লিক করুন । এবং তাতে সার্ভার নামদিন [Server 1 এ দিন ns1.byet.org , Server 2 এ দিন ns2.byet.org , Server 3 এ দিন ns3.byet.org ] ।

সার্ভার নাম দেয়া শেষ হলে Set up এ ক্লিক করুন । ব্যস কাজ শেষ । হয়ে গেল আপনার ডোমেইন সেটআপ । সর্বপ্রথম বিডি টিউটোরিয়াল২৪ ব্লগ এ প্রকাশিত আমার পরের লেখায় ওয়ার্ডপ্রেস সার্ভার এ ইনস্টল করবেন কি ভাবে তা নিয়ে আলোচনা করব । আজ এই প্রযন্তই ।

খোদা হাফেজ……

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.