আর কোনদিন ‘আম্মাজান’ নবীন বরণ করতে বাঁধা দেবে না, হবে না আর ডালিয়া ম্যাডামের নিরবিচ্ছিন্ন ২ ঘন্টা ক্লাস, ভাইভাতে ৯ দিয়ে আর ইকরাম স্যার সবাইকে বলবেনা ‘বাসায় পড়াশোনা কিছু করো’(!), ইমন স্যার এর প্রিয় নম্বর ৪৭ ও কেউ আর পাবে না, আর কোনদিন কেউ ওয়াহিদ এর ক্লাস করে বোরহান স্যার এর কাছ থেকে ঝাকা-ভর্তি নাম্বার পাবে না, রোমানা ম্যাডাম আর ক্লাসে ঢুকেই তার ২০০ কিঃমিঃ/ঘন্টার রেকর্ডার চালু করবেনা্, মিজ়ান স্যার কখনো আর কবিতা আবৃত্তি করতে করতে কাঁদবেনা, কেউ আর ঘোড়ার মতো টগবগিয়ে স্যারের পিছু নেবেনা, হাওয়া করে দিতে পারবে না কেউ কোন বন্ধুর মোবাইল, পিকনিক এর নামে শুটিং স্পটে আর ঘুরতে যাওয়া ও হবেনা, কোন বন্ধু(!) আর বলবেনা ‘বইটা কেনার সময় আমাকে বইটা কাউকে না দিতে বলেছে’, নায়ক জ়সিম আর কোনদিন কোন মেয়েকে পরীক্ষার খাতা দেখিয়ে মন পেতে চাইবেনা, কেউ আর কোনদিন কোন ফুলের জন্ন্য জানাবেনা তার হৃদয় নিংড়ানো আঁকুতি, আর কখনো তাপস টার্ম পরীক্ষার মাঝেই ঘুমিয়ে পড়বেনা, কেউ আর পরীক্ষাতে নকল ও করতে পারবেনা, ক্লাসের অধিকাংশ ছেলে আর ভাববেনা যে তার দিকেই * তাকিয়ে ছিলো, ** আর কখনো সবার নজর কারার জন্য বৃষ্টিতে ভিজবেনা, ১০০০০০০১ টা প্রশ্ন করে সবাইকে চরম বিরক্ত করতে পারবে না আর ***, কিছু বিটকেল ছেলেপেলে আর কখনো ক্লাসের মধ্যে Chorus গাইবেনা, সে গান শুনেও কোন মেয়ে আর বলবেনা ‘ওরা আমাদের attract করতে চাইছে’(!), কোনদিন আর কোন শিবির বেশি নাম্বারের আশায় ১টা বিশেষ ছবি দেখিয়ে বলবেনা ‘This is the picture of those demons’, ডিপার্টমেন্টে ২টা ইয়ে (!)আর কখনো হাত ধরাধরি করে হাঁটবেনা, চিমা দেব-লিমা দেব আর গাছের নিচে বসে কাকে ভাঙ্গাবে সে plan করবেনা, বরিশালের কোন fraud চ্যায়ারম্যানকে সাহায্য করতে কেউ আর চাঁদা ও তুলবেনা, জীবন্ত বিনোদন **** আর কখনো মায়াবী হাসি দিয়ে ক্লাসে কোন মেয়ে সাহায্যকারী চাইবেনা, হবেনা আর কোন নির্ঘুম বিকেলে হাকিম চত্তরের আড্ডাবাজি, খাওয়া হবে না আর শরীফের চা-পুরি, গাছের নীচে ক্লাস ফাঁকি দিয়ে হবেনা আর কাউকে spray করা, হবেনা আর শীতের সকালে শহীদ মিনারের দেয়ালে পা ঝুলিয়ে আখের রস খাওয়া ও, Soil Science এর সাথে ক্রিকেট খেলা দেখতে গিয়ে চিৎকার করে গলা ও আর ভেঙ্গে ফেলা হবে না, নবীনবরণের মতো মজার সময় আর কাটানো হবেনা, সকাল ৮ টায় ঘুম-ঘুম চোখে ক্লাস করতে গিয়ে আর দেখা হবেনা attendance আগেই হয়ে গেছে, assignment এর date পেছানোর জন্য আর দল পাকানো হবে না, হবে না আর ‘ক্যাম্পাস থেকে আর্মি হটাও’ এর দাবিতে বিক্ষোভ করা আর কার্ফিউইয়ের মাঝে ছুটাছুটি , কখনো আর পরীক্ষার জন্য গ্রুপ স্টাডি করতে গিয়ে আশুলিয়া ঘুরতে চলে যাওয়া হবে না, হবে না আর রাত ২টায় মোঃপুর থেকে চাঙ্খারপুল গিয়ে কালাভুনা খাওয়া, বৃষ্টির দিনে ক্লাস শেষে বুড়িগঙ্গায় নৌকা চড়া ও আর হবে না, কখনো আর তাপস আর সুমন দুজন দুজনকে ‘ময়াল’ বলে হাসবেনা, কোন প্রিয় টিচার আর কখনো ভালবাসা নিয়ে বলবেনা ‘তোমরা ভাল থেকো, তোমাদেরকে আমার সবসময় মনে থাকবে। যেকোন সময় যে কোন বিষয়ে আমার সাথে তোব্রা যোগাযোগ করো’ ....................... আর ...... আর কখনোই তোমাদেরকে আমার ভুলে যাওয়া হবেনা...।।
বিশেষ দ্রষ্টব্যঃ
১. লেখাটি লেখকের একান্তই ব্যক্তিগত অনুভূতির বহিঃপ্রকাশ, ইহাতে কারো মনঃক্ষুন্ন হইয়া থাকিলে লেখক আন্তরিকভাবে দুঃখিত ।
২. * চিহ্নিত যায়গাগুলো পূরণ না করার জন্য সবাইকে ধন্যবাদ।
৩। যদিও অধিকাংশ ছবিই সংগিৃহীত, তথাপি কোনভাবেই তা copyright আইনকে ভঙ্গ করেনা। ছবি সংগ্রহে সহযোগিতা করার জন্ন্য সবাইকে ধন্যবাদ ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।