আমাদের কথা খুঁজে নিন

   

≡কতোটা নোংরা বাংলাদেশের রাজনীতি ???

মহাশক্তি বাতাস আর বিশালতায় ছেয়ে থাকা আকাশের বুক থেকে ঐযে ছোট্ট বালকটি যেভাবে তার ঘুড়িটাকে নিজের আয়ত্তে নিয়ে আসে। ঠিক তেমন করে যদি আমার জীবনটাকে নিজের করতে পারতাম।

আমাদের দেশের রাজনীতি কতোটা নোংরা ? এই প্রশ্নের সঠিক উত্তরটা আপেক্ষিক, প্রতিনিয়তই নতুন নতুন মাংসাষি প্রাণির রাজনৈতিক প্রেক্ষাপটে উথ্যান ঘটে ! তবে এই নোংরা রাজনীতি পরিমাপ করার জন্য আজকের বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে বিজয় লাভ করার পরের মুহুর্‌তটা খুব ভাল একটা পরিমাপক যন্ত্র ! এইতো কয়েক বছর আগেও বাংলাদেশ দল খেলায় বিজয় লাভ করলে 'আসিফ আকবার' এর সেই রক্তে আনন্দের ঢেউ তুলে দেয়া গানটা স্ট্যাডিয়াম কাঁপিয়ে বেজে উঠতো 'বেশ বেশ বেশ, সাবাশ বাংলাদেশ, যাও এগিয়ে আমার বাংলাদেশ' আহ ! কি মধুর। গত প্রায় পাঁচ বছর ধরে সেই গানটা জাতিয় স্ট্যাডিয়ামে বাজে না, কারন গানটার শিল্পী রাজনৈতিক ক্ষমতাসীন দলের বিরোধি। হায়রে অমানুষ, হায়রে কুত্তার দল(সব দলের অমানুষ রাজনীতিবীদ উল্লেখ্য), হায়রে নোংরা রাজনীতি !!! তুই 'রাজনীতি'র কপালটা সনাক্ত করতে পারলে খারাইয়া তোর কপালে মু*** দিতাম !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.