আমাদের কথা খুঁজে নিন

   

কতোটা কষ্ট পেলে



কতোটা কষ্ট পেলে এক সাগড় জলে আঁখি যায় ভেসে? কতোটা কষ্ট পেলে স্পর্শের অধিকার নিয়ে দাঁড়ানো যায়না সামনে? কতোটা কষ্ট পেলে কন্ঠে আসে বিরহের গান তোমাকে হারাবার বেদনায়? কতোটা কষ্ট পেলে এক বুক আশাগুলো সব ঢেকে যায় কুয়াশায়? কতোটা কষ্ট পেলে হৃদয়ের আকুতিগুলো হয়ে যায় প্রতারনা? কতোটা কষ্ট পেলে পলাতক স্মৃতিগুলো হয় হৃদয়ের অনুশোচনা? কতোটা কষ্ট পেলে এক পাহাড় অভিমান জমে থাকে এই বুকে? কতোটা কষ্ট পেলে নিখোঁজ রও তুমি কল্পনায় আর অনুভবে? কতোটা কষ্ট পেলে অনুতাপ জাগে ফেরারী হৃদয়ের মাঝে? কতোটা কষ্ট পেলে বিরহের নীল সুতোয় স্বপ্নগুলো একে একে যায় গেথে? কতোটা কষ্ট পেলে তোমার দেয়া কষ্টগুলো থেকে যায় অপ্রকাশ? কতোটা কষ্ট পেলে মনের অজান্তে বেরিয়ে আসে এক বুক দীর্ঘশ্বাস? কতোটা কষ্ট পেলে নির্বাসনে তুমিহীনা একাকী জীবনে প্রতীক্ষায় গুনে যেতে হয় মৃত্যুর দিনগুলো......? আমি জানিনা। জুন ২২, ১৯৯৮

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.