আমাদের কথা খুঁজে নিন

   

মেয়ের ‘খারাপ ফলাফলে’ বাবার আত্মহত্যা

চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) নিরাপত্তা কর্মী আইয়ুব আলী (৪৫) শুক্রবার রাতে তার কলোনির বাসায় বিষপান করেন।
তার বাড়ি বরিশাল জেলার মঠবাড়িয়ায়।
সিইউএফএলের আরেক কর্মচারী ওবায়দুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এবার এইচএসসি পরীক্ষায় আইয়ুবের মেয়ে তিন দশমিক ৯ জিপিএ পেয়েছে। এই ফলাফল মনমতো না হওয়ায় গত কয়েকদিন ধরেই তার মন খারাপ ছিল।
“শুক্রবার সন্ধ্যায় সে আমাদের সঙ্গে নামাজও পড়ে।

এরপর রাত ১০টার দিকে বিষপান করে। ”
ওবায়দুলসহ অন্যরা মিলে আইয়ুবকে প্রথমে সিইউএফএলের চিকিৎসা কেন্দ্রে এবং পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানেই রাত ৩টার দিকে তার মৃত্যু হয় বলে মেডিকেল পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. ইউসুফ জানান।
ওবায়দুল বলেন, “আইয়ুব একটু বেশি অনুভূতিপ্রবণ ছিল। রাতে শুধু বললো- ‘আমি বিষ খাইছি।

আমারে হাসপাতালে নিয়ে যা’। ”
গত ৩ অগাস্ট এবারের এইচএসসির ফল প্রকাশ করা হয়, যাতে দশ বোর্ডের মধ্যে চট্টগ্রামে পাসের হার সবচেয়ে কম, ৬১ দশমিক ২২ শতাংশ। গত বছর এ হার ছিল ৭২ দশমিক ৩১ শতাংশ।

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.