আমাদের কথা খুঁজে নিন

   

শব্দের পোস্টমর্টেম-১৯৫ (প্রদক্ষিণ)



বাংলা ভাষায় সংস্কৃত থেকে আসা যেসব ধর্শীয় অরুষঙ্গে শব্দ এখন পুরো মাত্রায় ধর্মরিপেক্ষ হয়ে গেছে, সেগুলোর মধ্যে 'প্রদক্ষিণ'শব্দটি অন্যতম। কারণ এখন কিছুকে 'বামে' রেখে চারপাশ ঘুরে এলেও তা প্রদক্ষিণ বিবেচিত হতে পারে। এখন হেলিকপ্টার যোগে কোন এলাকা বা স্থাপনা যেমন প্রদক্ষিণ করা যায়, তেমনি স্যাটেলাইট (উপগ্রহ) যোগেও কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করা চলে। সংস্কৃত থেকে সরাসরি বাংলা ঢুকে যাওয়া (তৎসম) এ শব্দটির ব্যাকরণগত অর্থ হল 'দক্ষিণ পার্শ্বগত'। আর আভিধানিক অর্থ 'প্রতিমা বা পূজনীয় ব্যক্তিকে দক্ষিণ বা ডান দিকে (বাম দিকে নয়)রেখে তার চারদিকে ঘোরা'।

এটা হিন্দুধর্মের একটি আচার। এ কারণে প্রদক্ষিণ শব্দের অর্থে বলা হয়েছে, উপাসনা, পূজা, অর্চনা, বন্দনা। যাই হোক, এখন প্রদক্ষিণ শব্দের সাথে ডান-বামের কোনো শর্ত নাই। কোনো কিছুর চারপাশে পরিভ্রমণ বা বিভিন্ন রাস্তা ঘুরে এলেও তা প্রদক্ষিণ হয়ে যায়। শ্রী অশোক কুমার বন্দোপাধ্যায়ের সংস্কৃত-বাংলা অভিধানে 'প্রদক্ষিণম' শব্দের অর্থে লেখা হয়েছে 'নিজের দক্ষিণে রাখিয়া চতুর্দিকে বেষ্টন'।

ধর্মীয় অনুষঙ্গ থাকার কারণে প্রদক্ষিণ শব্দটি দিয়ে অনুকূল আর শুভও বোঝানো হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।