ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর।
আমার সাথে এসো মুক্ত মেঘের পিঠে বসে সূর্যস্নানে যাব
বৃষ্টির গতি-পথে উঠে যাব আকাশের সুনীল অলিন্দে
তোমার হাত ধরে অচিন সুখে হেটে যাব জোস্নার মায়াবী পথে-
স্বাপ্নিক কল্প-কামনার ফুল-সৌরভে ভরে দেব পৃথিবীর মুখ;
আমার হাত ধরো আথবা তোমার হাত বাড়িয়ে দাও দ্বিধাহীন
অক্লান্ত এক আমি ছুটে যাব দেবতার দেশে নিপুন দুঃসাহসে
ফিরে এসে শুনাব আশার আঘাতে পরাজিত, হতাশার ইতিহাস-
তোমার নিউরনে অনুরিত করে দেব নতুন সুরের মায়াজাল;
আমার চোখে চোখ রাখো নয়তো তোমার চোখে ঠাঁই দাও
দেখো নিশ্চিত আমি খুঁজে পাব স্বপ্নময় স্বাপ্নিক উপত্যকা
যেখানে জীবনের মায়ায় গড়ে ওঠে মেঘের বাড়ি ফুলে ওঠে
জোস্নার ঢেউ।নেমে আসে কামনার আগামী নিত্য নতুনত্বে।
আমার বিশ্বাসে বিশ্বাস ঢালো নিঃশ্বাসে দাও উষ্ণতার প্রলেপ
আমি আর তুমি নিশ্চিত হয়ে যাবো বাধাহীন একাকার।
৩০/১০/১০
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।