আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাসে তুলে নাও চন্দনা..../ সুনীল সমুদ্র

কেবল সমুদ্র পারে শুষে নিতে সব, যা কিছু বিপ্রতীপ, ভেসে আসে নিদারুণ কষ্টের নীলজলে..

Everything was ready enough, but it was only your faith, needed to taste it..... (উৎসর্গঃ রাগ-ইমন, যে রাগে সঙ্গীত সাধে, অদ্ভুত, অন্যরকম এক মানুষ... নিঃশব্দ কান্নার স্বরে সারারাত, একান্তে..... নিরিবিলি.......) তোমারই জন্য এ চন্দ্রহার, বিশ্বাসে তুলে নাও চন্দনা, তিথির সমস্ত চাওয়া_ শ্রাবণের মুখর উত্তাপ_ একত্রে গ্রথিত করে একান্ত তোমার জন্যে এ বিপুল আয়োজন। বিশ্বাসে তুলে নাও চন্দনা_ চন্দন কাঠের ছোঁয়া পবিত্র প্রীতির পুষ্প অনবদ্য এ হৃদয় কোরক। বিশ্বাসে তুলে নাও চন্দনা_ অনন্ত প্রীতির রাত, বৃষ্টির ভীষণ তান্ডব সহস্র বছর পরে শান্তির এমন অজানা এক - ঘুম।... বিশ্বাসে তুলে নাও চন্দনা_ যাবোনা সীমান্তে ফেলে, কোনদিন যদি দুঃসময়, কখনো মুখোমুখী হয় দীর্ঘ অনলে। রেখে যাচ্ছি তোমার চাওয়ার চারিদিকে, সব চূড়ায় অমলিন আমার এ দৃপ্ত অঙ্গীকার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.