আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্বাসে আশ্বাস ।

আমৃত্যু তারুন্যের সাধনা করে যেতে চাই । তারুন্যের ঝংকারে পঁচা-দুর্গন্ধময় সমাজের আবর্জনা দূর করে সুন্দর আগামী আমার অনুজদের উপহার দিতে চাই ।

আশা করতে চাইলে, ভরসার ইচ্ছা হলে, পাওয়ার কামনা জাগিলে - তব হৃদয় কোনে । রাখিতে হবে বিশ্বাস, মুছে সকল অবিশ্বাস, ভুলে গিয়ে অবস্থা চারপাশ - চাইতে হবে একধ্যানে । একমনে জপে যদি, না মিলে শেষ অবধি, তবু না রাগি না কাঁদি - রাখিতে হবে বিশ্বাস ।

যা হয় ভাল হয়, যা হয় খারাপ নয়, এই বলি তব হৃদয় - সমীপে ; ভবিষ্যৎ এর দাও আশ্বাস । অবিশ্বাসে জুটে না কিছু আশাহীনে বাঁচে না কেহ এ ধরায় । বিশ্বাসী কভু হটে না পিছু বারে বারে পরাজয়ে কখনো নাহি ডরায় । । অন্তরের অন্তঃস্থলে, হৃদয়ের সুগভীর তলে, ধারন কর যা বদ্ধমূলে - বিশ্বাস রাখ তাতে ।

জয় হবেই হবে, বিশ্বাসের পুরস্কার পাবে, অসম্ভব সম্ভব দেখা দিবে - বিশ্বাসের ভীষন শক্তিতে । অবিশ্বাসীর ঠাট্টা বিশ্বাস, তবে অবিশ্বাসই তার বিশ্বাস, বিশ্বাসেই কিন্তু আশ্বাস - ইহা ছাড়া বাঁচা নাহি যায় । একমনে একধ্যানে জপে, আপন হৃদয়খানি সঁপে, চাও যদি ; বিশ্বাসের তাপে - সফল হবেই হবে বিশ্বাসের মর্যাদায় । যত কঠিনই হোক, যত যাই হোক শেষের বেলা জিত হবে কিন্তু তোমার । যত অবাস্তবই হোক, যত হাস্যকরই হোক বিশ্বাস নিয়েই বেঁচে থাক ; বিশ্বাসেই মঙ্গল সবার ।

। ____________######___________

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.