ব্লগে আসার বা থাকার কোন কারন খুজে পাই না,তবু পুরনো টানে বার বার আসি সামুতে
পরীক্ষা শেষ। হাতে অফুরন্ত সময়। মাঝে মাঝে শুধুই স্মৃতি হাতরানো।
বড় ভাইরা চলে গেছে অনেকদিন হল। স্মৃতি হাতরানোর সলতেতে আগুন ধরিয়ে দেয় আর একটি স্মৃতি।
আর যায় কোথায় ,ভাবা আর শেষ হয় না । সুখের দিন ভাবতে ভাবতে খারাপ দিন ও মাথায় আসে । কোথায় যেন সুতা ছিঁরে গেছে । আড্ডাগুলো এখনও হয় ,আমি থাকি না ,এড়িয়ে চলি সুবিধাবাদীদের । আর দশজনের মত পারিনা অন্তরে বিষ নিয়ে হাসিমুখে কথা বলতে ।
এটা আমার ব্যর্থতা।
হঠাত্ করে স্মৃতির পাতা রক্ত গরম করে দেয় । দিবাসপ্নে নিজেকে সুপারম্যান ভাবি, মনে হয় নষ্টদের অধিকার থেকে সব ছিনিয়ে নিব। হঠাত্ এক বন্ধু ক্রিকেট খেলার জন্য বাহির থেকে চিল্লাইয়া ডাকল আর আমিও বাস্তবে ফিরে আসলাম । খুঁজে পেলাম অসহায় আমাকে ।
আসলেই আমি খুব আসহায় ,আমরা খুব অসহায় ।
নাহ ! আমরা নয় আমি। রবিদা একটা কথা বলত ,অপশক্তি সংখার কম কিন্তু সংগঠিত,ভাল সংখায় বেশী কিন্তু সংগঠিত নয় ।
আসলেই আলাদা আলাদা আমি কখনও আমরা হতে পারিনি । পারিনি আমরা সেই সব সুবিধাবাদীদের জন্য যাদের হাস্যমুখের দাঁতগুলো ভ্যাপ্পায়ারের দাঁত থেকেও বিষাক্ত ,মুখের বানী ডায়নোসরের মুখের আগুন থেকেও ভয়ংকর ,নিঃশাসের গরম কার্বন ডাই অক্সাইড ভিসুভিয়াসের লাভা থেকেও উত্তপ্ত ।
আশায় থাকি সেই দিনের অপেক্ষায় যখন আলাদা আলাদা আমি হতে পারব আমরা । সেদিন আর আমরা অসহায় থাকবনা ,যাবেনা সবকিছু নষ্টদের আধিকারে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।