https://www.facebook.com/humanistSamir আলাদা
আমি জানি , আমি তোমাদের থেকে আলাদা ।
তোমরা যা ভাবো , আমি তা ভাবতে চাই না ।
তোমরা যা ভাবো , তা সর্বসম্মত হয় , কিন্তু ,
আমি যা ভাবি তা তোমাদের কাছে বিরক্তিকর ।
কারন আমি জানি , আমি তোমাদের থেকে আলাদা ।
তোমরা যা তৈরি কর , আমি তা ধ্বংস করি ।
তোমরা যা ধ্বংস কর , আমি তা গড়ে তুলি ।
তোমাদের আছে সুন্দর একটি ভবিষ্যৎ কিন্তু ,
আমার আছে দূরবর্তী ভবিষ্যৎ । কারন ,
আমি জানি , আমি তোমাদের থেকে আলাদা ।
তোমরা যাকে বিশ্বাস করো ,
আমি তাকে অবিশ্বাস করি ।
তোমরা যাকে সেজদা করো ,
আমি তাকে ঘৃণা করি ।
তোমরা যাকে পূজা করো ,
আমি তাকে বোঝা ভাবি ।
কারন আমি জানি , আমি তোমাদের থেকে আলাদা ।
আমি তোমাদের বন্ধু হতে পারিনা ।
পারিনা হতে বিশ্বস্ত সাথী ।
আসতে পারিনা কোন উপকারে ,
হয়তো শত্রু হিসাবেই বিবেচিত হই সবসময় ।
কারন আমি জানি , আমি তোমাদের থেকে আলাদা ।
(সমীর ৯-২৬-২০১২) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।