রাত সাড়ে ৮টা থেকে তিনঘণ্টা এ টহলের আয়োজন করা হয় বলে বিজিবি জানায়।
বিজিবির জীবননগরের গহেশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার জানান, সীমান্ত এলাকায় চোরাচালানিদের তৎপরতা প্রতিরোধ করার উদ্দেশ্যে মাঝেমধ্যে সীমান্ত এলাকায় বিজিবি ও বিএসএফ যৌথভাবে টহল দেয়।
৬৩ নম্বর মেইন পিলার থেকে ৬৪ নম্বর মেইন পিলার পর্যন্ত এ যৌথ টহল চলে।
এবার এ টহলে বাংলাদেশের পক্ষে সাত সদস্য টিমের নেতৃত্ব দেন বিজিবির গহেশপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শহীদ সরোয়ার।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফে) আট সদস্যের টিমের নেতৃত্বে ছিলেন বানপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর জসি সিং।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।