চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামি সব ধরণের যাত্রীবাহী কোচের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তবে চুয়াডাঙ্গা জেলায় গত দু'দিনে কোন আটকের খবর পাওয়া যায়নি। পরিবহন শ্রমিকরা বলছেন, প্রশাসন নিষেধ করায় শুক্রবার বেলা ১১টা থেকে গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।
চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল ইসলাম বলেন, মৌখিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত ঢাকাগামি কোচ চলাচল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনের নির্দেশ না মেনে আমাদের উপায় নেই।
চুয়াডাঙ্গা জেলা সড়ক ও পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে গাড়ি চলাচল কিংবা বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তারপরও ঢাকাগামি কোচ চলাচল বন্ধ রেখেছেন সংশ্লিষ্ট মালিকরা। সাংগঠনিকভাবে কাউকে নিষেধ করা হয়নি।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার রশীদুল হাসান জানান, আমাদের কোনো নিষেধাজ্ঞা নেই। মালিকপক্ষ কেন গাড়ি চালাচ্ছেন না তা বলতে পারবো না।
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন জানান, ঢাকাগামি গাড়ি চলাচল বন্ধ রাখার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা নেই। যাত্রী সংকটে লোকসানের ভয়েও মালিকপক্ষ গাড়ি চলাচল বন্ধ রাখতে পারে।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।