আমাদের কথা খুঁজে নিন

   

চুয়াডাঙ্গা সীমান্তে বিজিবি সদস্যের মৃত্যু

সোমবার বেলা ১২টায় একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করেছে বিজিবি।
নিহত নায়েক আমির হোসেনের বাড়ি কুমিল্লায়। হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে ধারণা করছে বিজিবি।
মুন্সীপুর বিজিবি ক্যাম্পের ইনচার্জ হাবিলদার মতিউর রহমান জানান, আমির হোসেনসহ চারজন বিজিবি সদস্য ভোররাতে মুন্সীপুর সীমান্তের নিমতলা মাঠে দায়িত্বরত ছিলেন। চোরাকারবারিদের ধরার উদ্দেশ্যে পাটক্ষেতে চারটি পৃথক স্থানে তারা অবস্থান নেন।
সকালে তিনজন ফিরে এলেও আমির হোসেন আসেননি। খোঁজাখুঁজির এক পর্যায়ে পাটক্ষেতে তার দেহ পাওয়া যায়।
হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বলেন বিজিবি কর্মকর্তা।
ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.