গতকাল বৃহস্পতিবার ও আগেরদিন বুধবার চুয়াডাঙ্গা ও যশোর সীমান্তে বিএসএফের গুলিতে দু'জন বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে। গতকাল সাতক্ষীরার কলারোয়া সীমান্তে গরু চোরাচালানীদের লক্ষ্য করে গুলি চালিয়েছে বিএসএফ। চুয়াডাঙ্গা সংবাদদাতা জানান, গতকাল ভোরে চুয়াডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতীয় সীমানায় বিএসএফ লিয়াকত (45) নামে বাংলাদেশীকে গুলিতে হত্যা করে। সীমান্তবতর্ী পীরপুর কুলস্না গ্রামের শামসুদ্দিনের ছেলে লিয়াকত হারিয়ে যাওয়া গরু অনুসন্ধানে 92নং মেইন সীমান্ত পিলারের কাছ দিয়ে 4/5শত মিটার ভিতরে ভারতীয় সীমানায় ঢুকে পড়েছিল। ভোর পৌনে 5টায় মহাখোলা ক্যাম্পের বিএসএফ লিয়াকতকে গুলি করে হত্যা করে।
চুয়াডাঙ্গার 35 রাইফেলস-এর অধিনায়ক লেঃ কর্নেল হাসান ভারতীয় সীমানায় লিয়াকতের নিহত হওয়ার সত্যতা স্বীকার করেছে।
যশোর অফিস জানায়, বুধবার রাতে বেনাপোলের রঘুনাথপুর সীমান্তের বারোপাড়ায় বিএসএফ একরামুল হক (30) নামে এক বাংলাদেশী গরু ব্যবসায়ীর উপর গুলি চালায়। গুরম্নতর আহত অবস্থায় রাতে যশোরে হাসপাতালে আনার পথে তার মৃতু্য হয়। সে ভারত থেকে ফিরে আসার সময় বিএসএফ গুলিবর্ষণ করে।
কলারোয়া (সাতক্ষীরা) থেকে সংবাদদাতা জানান, কলারোয়া সীমান্তে বিএসএফ গরম্ন চোরাচালানীদের লক্ষ্য করে 5/6 রাউন্ড গুলিবর্ষণ করেছে।
গতকাল ভোরে কলারোয়া উপজেলার কাকডাঙ্গা সীমান্তের বিপরীতে ভারতের তারালী এলাকায় গুলিবর্ষণের এই ঘটনা ঘটে। সীমানত্দ এলাকাবাসী জানায়, বুধবার রাতে 15/20 জন চোরাচালানী ভারতে গরম্ন আনতে যায়। গতকাল ভোরে তারা গরম্ন নিয়ে ফেরার পথে ভারতের তারালী নামক স্থানে পেঁৗছালে স্বরূপনগর তারালী ক্যাম্পের বিএসএফ তাদের লক্ষ্য করে 5/6 রাউন্ড গুলি চালায়। তবে কেউ হতাহত হয়নি। 41 রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক জানান, গুলি চালানোর ঘটনা আমাদের জানা নেই।
তবে খোঁজ-খবর নেয়া হচ্ছে।
শার্শা (যশোর) থেকে সংবাদদাতা জানান, বেনাপোল এলাকার পুটখালি সীমানত্দে গতকাল সকালে বিএসএফ'র গুলিতে আরো এক যুবকের মৃতু্যর হওয়ার খবর পাওয়া গেছে। তার নাম জানা যায়নি। তবে বিডিআর জানায়, সে ভারতীয় নাগরিক। তার লাশ ইছামতি নদীতে পড়ে যায়।
গুলির শব্দে বিডিআর জওয়ানরা সেখানে গেলে তাদের দেখে বিএসএফ সদস্যরা গুলি ছোঁড়ে। বিডিআরও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষে 6 রাউন্ড গুলি বিনিময় হয়। বাসস জানায়, পুটখালি সীমান্তের উত্তেজনা প্রশমনে দু'দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। দু'দেশের প্রতিনিধি দল সবাই সংযম প্রদর্শন করবেন বলে একমত হয়।
সীমানত্দে সৃষ্ট উত্তেজনার প্রশমন হয়েছে এবং দু'দেশের বাহিনী নিজস্ব অবস্থানে শানত্দিপূর্ণভাবে অবস্থান করছে।
ঃঃ [link|http://www.ittefaq.com|
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।