চুয়াডাঙ্গার জীবননগরের পিয়ারাতলা থেকে একটি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবির উথলী বিশেষ ক্যাম্পের সদস্যরা। আজ বুধবার ভোর রাতে অভিযান চালিয়ে পিয়ারাতলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের কাছ থেকে এসব উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে বিজিবির উথলী বিশেষ ক্যাম্পের হাবিলদার সঙ্গীয় ফোর্সসহ পিয়ারাতলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ভুট্টাক্ষেতের কাছে ভারতীয় ফেনসিডিলের একটি চালান আটক করার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় একজন দুষ্কৃতিকারীকে দেখে ধাওয়া করলে সে একটি প্লাস্টিকের ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে একটি পিস্তল ও দুই রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।