চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে আমির হোসেন (৩৬) নামে এক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ দুপুর ১টার দিকে বিজিবি ক্যাম্প থেকে ৯শ' গজ দূরে ভারত সীমানে্তর কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আমির হোসেনের বাড়ি কুমিল্লা জেলা সদরের কোটবাড়ি গ্রামে।
বিজিবি জানায়, আমির হোসেন বেশ কিছুদিন ধরে চুয়াডাঙ্গা-৬ বিজিবির আওতাধীন মুন্সিপুর বিজিবি ক্যাম্পের নায়েক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
গতকাল রাতে আমির হোসেনসহ আরো চারজন বিজিবি সদস্য সীমানে্ত টহলে বের হয়। সকালে সবাই ব্যারাকে ফিরলেও আমির হোসেন না ফেরায় তাকে খোঁজাখুঁজি শুরু হয়।
একপর্যায়ে সোমবার দুপুর ১টার দিকে বিজিবির ব্যারাক থেকে ৯শ' গজ দূরে একটি পাট ক্ষেত থেকে আমির হোসেনের লাশ উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী আসাদুজ্জামান জানান, হূদযনে্ত্রর ক্রিয়া বন্ধ হয়ে আমিরের মৃত্যু হয়েছে। তারপরও বিজিবির নিয়মানুযায়ী তার লাশের ময়নাতদন্ত করা হচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।