জি এস এস নিউজ ঃ
চুয়াডাঙ্গায় রক্তয়ী সংঘর্ষে শিশুসহ আহত ১১জন\
চুয়াডাঙ্গা তিতুদাহ খাসপাড়ায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে রক্তয়ী সংঘর্ষ। উভয় পে ১১জন আহত। আহতব্যাক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা তিতুদহ ইউনিয়নের খাসপাড়া গ্রামের ফয়জদ্দিন গ্যাং ও একই গ্রামের হামিদ ব্যাপারী গ্যাং-র মধ্যে বাড়ীর জমির সীমানা নিয়ে তর্কবিতর্কর এক পর্যায়ে উভয় প উত্তেজিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পরে ১১জন আহত হয়।
আহতরা হচ্ছে, আব্দুল আজিজ(৫৫),আকবর(৫০),জোসনা খাতুন(৩০) জাহিদ(১০), সাইফুল(৩০), নূর ইসলাম(৬০),নিজাম উদ্দীন(৪০),জামাল উদ্দীন(৩৭),শরিফুল ইসলাম(৩০),ও সেলিম(২২)। এদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী আরো জানাই,এঘটনার পর থেকে উভয় পরে মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছ্ েযেকোন সময় রড় ধরনের সংঘর্ষ হতে পারে।
চুয়াডাঙ্গায় কথিত বন্দুকযুদ্ধে এক সন্ত্রাসী নিহত
শুক্রবার গভীর রাতে চুয়াডাঙ্গা জেলা শহরের বুজরুকগড়গড়ির ইটভাটার অদূরবর্তী পুকুরের ধারে পুলিশ সন্ত্রাসী বন্দুকযুদ্ধে রশিদ গ্যাং গ্র“পের প্রধান রশিদ পুলিশের গুলিতে নিহত। পুলিশ ঘটনাস্থল থেকে ১টি শাটারগার ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার আন্দুল বাতেন জানিয়েছে, গতকাল শুক্রবার রাত আড়াইটার দিকে একদল সন্ত্রাসী চুয়াডাঙ্গা জেলা শহরের বুজরুকগড়গড়ির তিন রাস্তার মোড়ের পুকুরের ধারে গোপন বৈঠক করছে এমন থবর পেয়ে আমার নির্দেশে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবীবের নেতৃত্বে এস,আই সেকেন্দার,এস,আই আমির আব্বাস,এস,আই রবিউল ইসলাম,এস,আই মনোরঞ্জন,এস,আই ইলিয়াস, এ,এস,আই জগদিশ সহ সঙ্গীয় ফের্সি নিয়ে অভিযান চালায়। সন্ত্রাসীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলিবর্ষন করলে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে উভয় পে গুলি বিনিময়ের এক পর্যায়ে গ্যাং গ্রুপের প্রধান রশিদ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয়।
পুলিশ নিহতের কাছ থেকে ১টি শাটারগান ও ৩রাউন্ড কার্তুজ উদ্ধার করে।
রশিদ নিহতর খবর এলাকায় ছড়িয়ে পরলে এলাকাবাসী ছুটে এসে বলতে থাকে এই রশিদই ঢাকা সাভারের কলেজছাত্র জুবাইরকে খুন করে পুরাতন কবরের মধ্যে লকিয়ে রাখে।
পুলিশ আরো জানাই,বহু খুন মামলার আসামী রশিদকে ধরতে পুরিশের হিমশিমের মধ্যে পড়তে হয়। অবশেষে তার পতন ঘটল। তার বিরুদ্ধে ৬টি খুন মামলা রয়েছে।
এদিকে নিহত রশিদের লাস আজ শনিবার চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার আত্বীয় স্বজনদের নিকট হন্থান্তর করা হতে পারে।
চুয়াডাঙ্গায় পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের স্কুলছাত্র রমজান আলী (৭) পুকুরে ডুবে মারা গেছে।
মৃত রমজান আলীর পিতা জানিয়েছে, গতকাল বিকালে বাড়ীর পাশ্ববতী ধোনার পুকুরে আমার ছেলে রমজান আলী গোসল করতে যায়। সবার অজান্তে সে ওই পুকুরে ডুবে মারা যায়। তাকে রাত ৯টার দিকে পুকুর থেকে লাশ তোলা হয়।
এমর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
চুয়াডাঙ্গায় রক্তয়ী সংঘর্ষে শিশুসহ আহত ১১জন\
চুয়াডাঙ্গা তিতুদাহ খাসপাড়ায় জমির সীমানা নির্ধারণকে কেন্দ্র করে রক্তয়ী সংঘর্ষ।
উভয় পে ১১জন আহত। আহতব্যাক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী জানিয়েছে, গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা তিতুদহ ইউনিয়নের খাসপাড়া গ্রামের ফয়জদ্দিন গ্যাং ও একই গ্রামের হামিদ ব্যাপারী গ্যাং-র মধ্যে বাড়ীর জমির সীমানা নিয়ে তর্কবিতর্কর এক পর্যায়ে উভয় প উত্তেজিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পরে ১১জন আহত হয়। আহতরা হচ্ছে, আব্দুল আজিজ(৫৫),আকবর(৫০),জোসনা খাতুন(৩০) জাহিদ(১০), সাইফুল(৩০), নূর ইসলাম(৬০),নিজাম উদ্দীন(৪০),জামাল উদ্দীন(৩৭),শরিফুল ইসলাম(৩০),ও সেলিম(২২)।
এদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী আরো জানাই,এঘটনার পর থেকে উভয় পরে মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে যেকোন সময় রড় ধরনের সংঘর্ষ হতে পারে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।