আমাদের কথা খুঁজে নিন

   

চুয়াডাঙ্গার আলোকদিয়ায় প্রাথমিক বিদ্যায়য়ের উদ্বোধন করলেন এমপি

ফাস্ট নিউজে চোঁখ রাখুন

চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া মাঝেরপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন করা হয়েছে। স্কুলের নাম দেয়া হয়েছে আলোকদিয়া মাঝেরপাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়। গতকাল বিকেল ৩টায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন ফিতে কেটে স্কুলের শুভ উদ্বোধন ঘোষণা করেন। আলোকদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহেদ হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন ও যুবলীগ নেতা সামসুজ্জোহা হাসু। উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন তার বক্তৃতায় বলেন- ‘যে জাতি যতো শিক্ষিত সে জাতি ততো উন্নত।

বর্তমান সরকার শিক্ষার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়েছে। সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রী তাঁর নির্বাচনী ওয়াদা পূরণের অংশ হিসেবে বছরের শুরু থেকেই প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ শুরু করেছেন। নিভৃত পল্লি এলাকায় এভাবে বিদ্যালয় প্রতিষ্ঠা করলে এখান থেকে অনেক মেধাসম্পন্ন ছাত্র-ছাত্রী বেরিয়ে আসবে এবং একদিন দেশের গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হবে। আমি এই স্কুলের কাছ থেকে এমনটি আশা করি।

প্রয়োজনে স্কুলের সামগ্রিক সহযোগিতা করবো। ’ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আক্তাউর রহমান মুকুল, আবুল কালাম আজাদ, রানা বিশ্বাস, লতিফ মিয়া, হাফিজুর রহমান লাল্টু, মুক্তার হোসেন, ছানোয়ার হোসেন, সোহেল রানা শান্তি, রিপন আলী, পান্না ও আব্দুল বারী। অনুষ্ঠানটি উপস্থাপন করেন আব্দুস সালাম মিলন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.