আমাদের কথা খুঁজে নিন

   

চুয়াডাঙ্গার ২ উপজেলায় বিএনপির ভোট বর্জন

সদর উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মজিবুল হক মালিক মজু সকাল ১১টায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন।
তিনি অভিযোগ করেন, “৮৫টি ভোটকেন্দ্র দখল করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর কর্মী-সমর্থকরা ঢুকে সিল মারছে। ”
প্রায় একই সময় আলমডাঙ্গা উপজেলা নির্বাচনে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী শহিদুল কাউনাইন টিলু তার বাড়িতে এক সংবাদ সম্মেলনে কেন্দ্র দখলের অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দেন।
তিনি বলেন, “আলমডাঙ্গার ১০৩টি কেন্দ্রের মধ্যে ৫২টি কেন্দ্র আওয়ামী লীগের ক্যাডাররা দখল করে নিয়েছে। ”

এদিকে রিটার্নিং অফিসার আঞ্জুমান আরা বেগম জানিয়েছেন ওই জেলায় সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে।


তিনি বলেন, “চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলার ভোটকেন্দ্রগুলোতে সুষ্ঠু পরিবেশে ভোটাররা ভোট দিচ্ছেন। ”
উপজেলা নির্বাচনের প্রথম দফায় অনেকটা শান্তিপূর্ণ ভোটের পর ধাপে ধাপে সহিংসতা বাড়ার প্রেক্ষাপটে একই ধরনের শঙ্কা নিয়ে সোমবার সকাল ৮টা থেকে ভোট নেয়া হচ্ছে ৩৪ জেলার ৭৩টি উপজেলায়। ভোট চলবে বিকাল ৪টা পর্যন্ত।

পঞ্চম পর্বে ৩৫ জেলার ৭৪ উপজেলায় ভোট হওয়ার কথা ছিল। কিন্তু আদালতের আদেশের কারণে ঠাকুরগাঁও সদর উপজেলার ভোট স্থগিত করে নির্বাচন কমিশন।


এসব উপজেলার ১ কোটি ৩৮ লাখ ৯১ হাজার ৭৫১ ভোটারের জন্য রয়েছে ৫ হাজার ৫৩৪টি ভোটকেন্দ্র।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.