আমাদের কথা খুঁজে নিন

   

অধিকারের প্রতিবেদন উদ্দেশ্যপ্রণোদিত: তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, শাপলা চত্বরে নিহতের পরিসংখ্যান নিয়ে ‘বৈদেশিক সাহায্যপুষ্ট' বেসরকারি সংস্থা ‘অধিকার'-এর প্রতিবেদন সম্পূর্ণ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও উস্কানিমূলক'।
 
তিনি আজ সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। অধিকারের প্রতিবেদনের বিষয়ে সরকারের বক্তব্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
 
তথ্যমন্ত্রী বলেন, গত ৫ মে রাতে রাজধানীর শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেয়ার সময় হাজার-হাজার বা শত শত হেফাজত কর্মী নিহত হয়েছে বলে বিএনপি-জামায়াতসহ কোনো কোনো মহল থেকে যে অপপ্রচার ও গুজব চালানো হয়েছে, সেখান থেকে নিহতের সংখ্যা ৬১টিতে নামিয়ে আনার জন্য অধিকারকে ধন্যবাদ। কিন্তু তাদের অনুসন্ধান প্রতিবেদনও কাল্পনিক।

'  
 
তিনি বলেন, প্রতিবেদনে ৬১ জন নিহত হওয়ার কথা বলা হলেও ১৬ জনের বেশি নাম-পরিচয় ‘অধিকার' দিতে পারেনি এবং তারা সামাজিক যেসব ওয়েবসাইটে ছবি প্রকাশের কথা বলেছে সেগুলোও প্রযুক্তির মাধ্যমে তৈরি করা ছবি। '
 
তথ্যমন্ত্রী আরো বলেন, ‘অধিকারকে তাদের দাবি অনুযায়ী নিহত ৬১ জনের তালিকা ও পরিচয় সরকারকে দিতে চিঠি দেয়া হয়েছিল। কিন্তু তারা সংশি্লষ্টদের নিরাপত্তার অজুহাতে এ সংক্রান্ত কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছে। '
 
মতিঝিলের ঘটনায় নিহত বা আহতদের পরিবারের কাউকেই সরকার বা আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো ধরনের হয়রানি করা হয়নি উল্লেখ করে হাসানুল হক ইনু বলেন, ‘এর মাধ্যমে অধিকার' তথ্য অধিকার আইন লঙ্ঘন করেছে। তবে আদিলুর রহমান খানের গ্রপ্তোরের সঙ্গে তথ্য অধিকার আইনের কোনো সম্পর্ক নেই।

'
 
ওই দিন রাতে শাপলা চত্বরে ‘একজন লোকও' নিহত হয়নি- এমন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ‘যদি এ ধরনের ঘটনা ঘটতো, তাহলে নিহত বা নিখোঁজ ব্যক্তিদের পরিবারের লোকেরা অবশ্যই দাবি জানাতেন। তারপরও যারা অপপ্রচার চালাচ্ছেন তারা হয় নিহতদের পরিচয় প্রকাশ করবেন, অন্যথায় তাদের অপপ্রচার থেকে বিরত থাকাবেন। '

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.