আমাদের কথা খুঁজে নিন

   

‘অধিকারের এজেন্ডা তেঁতুল হুজুরের স্বার্থরক্ষা’

মঙ্গলবার কুষ্টিয়ার মিরপুর উপজেলায় সাংবাদিকদের তিনি একথা বলেন।
জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ইনু বলেন, জনগণের মানবাধিকার রক্ষার বিষয়টি সাম্প্রতিককালে অধিকারের এজেন্ডা নয়। এই মুহূর্তে তাদের এজেন্ডা হচ্ছে জামায়াত, হেফাজত, জঙ্গিবাদ ও তেঁতুল হুজুরের স্বার্থরক্ষা করা।
“যে ব্যক্তি ও সংস্থার সঙ্গে বিএনপি, জামায়াত ও হেফাজতের তেঁতুল হুজুরদের সর্ম্পক থাকে, সেই ব্যক্তি ও সংস্থা কিভাবে মানবাধিকার ও গণতন্ত্র রক্ষার সংগঠন হতে পারে এটা আমার বোধগম্য নয়,” বলেন মন্ত্রী।
নিজ নির্বাচনী এলাকায় দিনব্যাপী গণসংযোগ শুরুর আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।


তথ্যমন্ত্রী বিদেশি সাহায্যপুষ্ট এনজিও ও বিভিন্ন সংস্থাকে উঁচু গলায় কথা বলতে এবং জনগণকে চোখ রাঙানো বন্ধের পরামর্শ দিয়ে বলেন, বাংলাদেশ একটি স্বাধীন দেশ। এখানে কেউ আইনের ঊর্ধ্বে নয়। এ দেশের আইন মেনে কাজ করুন।
এখানে কেউ আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধ ব্যবস্থা নেয়া হলে সেটা মানবাধিকার লংঘন নয় বলে তিনি দাবি করেন।
বিদেশিদের সর্ম্পকে মন্তব্য করতে গিয়ে তথ্যমন্ত্রী বলেন, “অধিকারের চোখ দিয়ে বাংলাদেশকে দেখবেন না।

আপনারা এদেশে আসুন, দেখে যান কিভাবে জামায়াত, হেফাজত ও তেঁতুল হুজুররা মানবাধিকার, ন্যায়বিচার ও নারী অধিকারের ক্ষেত্রে ন্যাক্কারজনক ভূমিকা পালন করছেন। ”
এ সরকারের অধীনে নির্বাচন হলে তা প্রতিহত করা হবে বলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের জবাবে ইনু বলেন, বিএনপি এমন হুমকিধামকি দিয়েই থাকে। আসলে হাতির মতো তাদের দুই দাঁত। ওরা এক দাঁত দেখায় আর অপর দাঁত দিয়ে খায়।
তিনি বলেন, বিএনপি মুখে বলছে নির্বাচনে যাবে না।

তবে তাদের মূল এজেন্ডা জামায়াত, যুদ্ধাপরাধীদের রক্ষা করা।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজাদ জাহান, জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপন প্রমুখ নেতৃবৃন্দ।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.