আমাদের কথা খুঁজে নিন

   

রোহিঙ্গাদের ‘সরেজমিনে’ দেখবে সংসদীয় কমিটি

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে কমিটির ১৮তম বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ১৭ ও ১৮ অগাস্ট টেকনাফ ও উখিয়া শরণার্থী ক্যাম্প পরিদর্শন করবে সংসদীয় কমিটি। ওই সময় বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকাও পরিদর্শন করবে কমিটি।
বৈঠক শেষে কমিটির সদস্য নাজমা আক্তার সাংবাদিকদের বলেন, “মিয়ানমার থেকে বাংলাদেশে আসা শরণার্থী ক্যাম্প এবং সীমান্ত নিয়ে পত্র-পত্রিকায় অনেক প্রতিবেদন প্রকাশ হয়। এ বিষয়গুলো সম্পর্কে ধারণা নিতেই সংসদীয় কমিটি শরণার্থী ক্যাম্প ও সীমান্ত পরিদর্শন করবে।


প্রায় দুদশক আগে থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী মিয়ানমারের নাগরিকদের মধ্যে প্রায় ২৫ হাজার রোহিঙ্গা টেকনাফের শরণার্থী শিবিরে অবস্থান করছেন। এর বাইরেও অনেকেই ছড়িয়ে-ছিটিয়ে রয়েছেন বিভিন্ন এলাকায়।
বাংলাদেশের পক্ষ থেকে বারবার রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার দাবি জানানো হলেও তাতে সাড়া দেয়নি মিয়ানমার। রোহিঙ্গা শরণার্থীরা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে বলেও গণমাধমে অনেক প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
গত বছর মিয়ানমারে সহিংসতা শুরুর পর রাখাইন প্রদেশ থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দিতে সরকারের কাছে আহ্বান জানায় জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

পরে  যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও সরকারের প্রতি একই আহ্বান জানায়।
ইউএনএইচসিআরের আহ্বানের জবাবে মিয়ানমারে সহিংসতার পরিপ্রেক্ষিতে পালিয়ে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ করতে না দেয়ার কথা জানান বাংলাদেশ সরকার।
গত ১৭ জুলাই সংসদীয় কমিটির বৈঠকে কমিটির সদস্য সাইফুজ্জামান চৌধুরীর নেতৃত্বে কমিটির সদস্য জাহিদ মালেক, এ এম মাহবুব উদ্দিন খোকন এবং নাজমা আক্তারের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। পরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিসহ কমিটির সব সদস্যদের নিয়ে পরিদর্শনের সিদ্ধান্ত হয়।
সভাপতি নিলুফার জাফর উল্লাহর সভাপতিত্বে কমিটির মঙ্গলবারের বৈঠকে সদস্য মুহাম্মদ ইমাজ উদ্দিন প্রামানিক, এ এম মাহবুব উদ্দিন খোকন ও নাজমা আক্তার অংশ নেন।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.