রোহিঙ্গারা আজ ভয়ানক জাতিগত দাঙ্গার শিকার। মিয়ানমারের রাখাইন এবং সেনাবাহিনীর অত্যাচার থেকে জীবন বাঁচাতে তারা বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ সরকার তাদের প্রবেশের মুখে বাধা দিচ্ছে। নিজ সীমানায় ভিন্ন দেশের নাগরিকদের অবাধ প্রবেশ রোধ করার সরকারি সিদ্ধান্তকে দোষারোপ করা যায় না কিন্তু একটি দেশে যখন গৃহযুদ্ধ বা ভয়ানক কোন দাঙ্গা, দুর্যোগ বা বিপর্যয় ঘটে তখন স্বাভাবিকভাবেই সে দেশের অসহায় মানুষ পাশের দেশগুলোতে শরণার্থী হিসেবে প্রবেশ করতে চায়। আর্ত মানবতার খাতিরে নির্যাতিত রোহিঙ্গাদের সাময়িকভাবে বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় দেয়া হোক। বর্তমান দাঙ্গা পরিস্থিতি শান্ত হলে পরে জাতিসংঘের সহায়তায় তাদেরকে পুনরায় মিয়ানমারে পাঠিয়ে দেয়া হবে এ শর্তে রোহিঙ্গাদের সাময়িকভাবে বাংলাদেশে আশ্রয় দেয়া হোক। নইলে মানুষ হিসেবে মানবতার অপমান করা হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।