উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) গোলাম রহমান বাদী হয়ে মঙ্গলবার বিকেলে তাড়াশ থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার আবু সাঈদের বিরুদ্ধে ২০ বস্তা ভিজিএফের চাল বিক্রির অভিযোগ আনা হয়েছে।
তাড়াশ থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান জানান, মামলাটি দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করবে। মামলায় চেয়ারম্যান ছাড়া কাউকে আসামি করা হয়নি।
৮ অগাস্ট সকালে তাড়াশ সদর ইউনিয়ন পরিষদ থেকে ২টি রিকশাভ্যানে করে ৫০ বস্তা চাল নিয়ে যাবার সময় তা আটক করেন উপজেলা ভূমি কর্মকর্তা তোফায়েল আহম্মেদ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।