মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ অতিরিক্ত জেলা দায়রা জজ (১ম) আদালতে বিচারক উম্মে কুলসুম এ রায় দেন।
দণ্ডিত আলম পলাতক। সেই ওই এলাকার আজগর আলীর ছেলে।
আলমকে একই সঙ্গে ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ মাসের ও মামলার আরেকটি ধারায় দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
মামলার বরাত দিয়ে অতিরিক্ত সরকারি আইনজীবী সিরাজুল ইসলাম জানান, ২০০০ সালের ২৫ মে রাতে নিজ ঘর থেকে নিখোঁজ হয় কামাল (৭)। এর একদিন পর পাবনার চাটমোহর উপজেলার হুমানী নদী থেকে পুলিশ কামালের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় কামালের বাবা রমজান আলী বাদী হয়ে চারজনকে আসামি করে অপহরণ ও হত্যা মামলা দায়ের করেন।
তদন্ত কর্মকর্তা তিন আসামিকে অব্যাহতি দিয়ে আলমকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।