আমাদের কথা খুঁজে নিন

   

তাড়াশে স্থগিত নির্বাচন বর্জন বিএনপির

ভোটারদের কেন্দ্রে আসার পথে বাধা, ভোট কারচুপি, প্রচারনায় বাঁধা, ভয়ভীতি প্রদর্শন এবং প্রশাসনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনে স্থগিত কেন্দ্রের নির্বাচন বর্জন করেছেন বিএনপি সমর্থিত প্রার্থী খন্দকার সেলিম জাহাঙ্গীর।

আজ দুপুরে ১২টার দিকে বিন্যাবাড়ী কেন্দ্রের বাইরে প্রকাশ্যে মিডিয়াকর্মীদর সামনে তিনি এ ঘোষনা দেন। একই সঙ্গে পুনরায় ভোট গ্রহনের দাবী জানান।

এ সময় তিনি আরো বলেন, প্রতিদ্বন্ধী সরকারী দল সমর্থিত আব্দুল হকের ক্যাডার বাহিনী রবিবার রাতে এলাকায় ককটেল বিস্ফোরণ, বোমাবাজি ও অস্ত্রের মহড়া দিয়ে তার সমর্থকদের ভয়ভীতি প্রদর্শন করেছে। এছাড়াও ভোট চলাকালে তারা বিপুল সংখ্যাক বহিরাগত ক্যাডার বাহিনী দিয়ে নির্বাচন কেন্দ্র ঘিরে রেখেছে এবং বিএনপির ভোটারদের ঘর থেকে বের হতে দিচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।

কেন্দ্রের প্রিজাইডিং অফিসার বরুন কুমার মন্ডল বলেন, কেন্দ্র অভ্যন্তরে কোন সমস্যা নেই। জেলা ও সহকারী রিটার্নিং অফিসার ছাড়াও কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন রয়েছে।

সহকারী রিটার্নিং অফিসার ও তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার শরীফ রায়হান কবীর জানান, কেন্দ্রের বাইরেও পরিবেশ সুষ্ঠু রয়েছে। বাধা প্রদানের অভিযোগ সত্য নয়।  

আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী আব্দুল হক বলেন, এই কেন্দ্রে ৭১ সালের পর কোন নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল জয়লাভ করেনি।

তাই নিশ্চিত পরাজয় জেনে বিএনপি সমর্থিত প্রার্থী নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।

প্রসঙ্গত, ২৭ ফেব্রুয়ারী এ উপজেলার সগুনা ইউনিয়নের বিন্যাবাড়ি কেন্দ্রে জাল ভোট প্রদানের অভিযোগে ওই কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত করা হয়। এ নির্বাচনে ৫৭টি কেন্দ্রের মধ্যে ৫৬টি কেন্দ্রের ফলাফলে চেয়ারম্যান ও ২টি ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিতরা এগিয়ে রয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত আব্দুল হক (দোয়াত কলম) ৪৮ হাজার ৪ এবং  নিকটতম বিএনপি সমর্থিত খন্দকার সেলিম জাহাঙ্গীর (আনারস) পেয়েছেন ৪৭ হাজার ৩৪০ ভোট। এদের মধ্যে ভোটের ব্যবধান ৬৬৪।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২২১৪ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত ফরহাদ হোসেন বিদ্যুৎ (চশমা)। তার নিকটতম বিএনপি সমর্থিত অধ্যাপক আমিনুর রহমান টুটুল (টিউবওয়েল) ২৩৩১৫ ভোট পেয়েছেন। আর মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত মনোয়ারা খাতুন মিনি (কলস) প্রতিকে ১১৩ ভোট বেশি পেয়ে এগিয়ে রয়েছেন। তার নিকটতম বিএনপি সমর্থিত নুরুন্নাহান মিনতি (হাস) প্রতিকে ৪৬৩৫৪ ভোট পেয়েছেন। এ কেন্দ্রের ভোটার সংখ্যা ২৯৩৪।

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.