বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় দলের অনুশীলন শেষে ডি ক্রুইফ বলেন, “মঙ্গলবার মোহামেডানের কোচ আমাদের অনুশীলন প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করেছেন। যদিও আমরা কীভাবে, কোন প্রক্রিয়ার মাধ্যমে ফুটবলারদের অনুশীলন করাচ্ছি, তিনি তা জানেন না। ”
“তার মন্তব্য আমাকে ভীষণ হতাশ করেছে। কেউ আমাকে এবং আমার দলকে আক্রমণ করে কথা বললে আমি খুব বিব্রত আর ক্ষুব্ধ হই। ”
মঙ্গলবার ক্যাম্প চলার সময় জাতীয় দলের কোচের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তোলেন টিটু।
ঈদের সময় আট দিনের ছুটিতে ছিলেন ডি ক্রুইফ। মোহামেডানের কোচ বলেন, ডি ক্রুইফ না থাকায় জাতীয় দলের অনুশীলন তেমন ভালো হয়নি।
মঙ্গলবারই বাফুফে একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে জাতীয় দল জয় পেলেও দলের খেলায় সন্তুষ্ট হতে পারেননি ডি ক্রুইফ। তিনি বলেন, “ম্যাচটা এতো বেশি ভুলে ভরা ছিল যে একজন কোচের পক্ষে সে সব শোধরানো ভীষণ কঠিন। আমি কমপক্ষে ১৫০টা ভুলের কথা বলতে পারবো।
”
“ছেলেরা আমাকে জানিয়েছে, তারা ভীষণ ক্লান্ত ছিল। তাই নিজেদের শতভাগ ঢেলে দিতে পারেনি। তবে আমি এই অজুহাত মেনে নিতে পারছি না। এখন খেলোয়াড়দের মানসিক ও শারিরীকভাবে ফিট করার জন্য কাজ করতে হবে আমাদের। ”
আট দিনের ছুটি প্রসঙ্গে জাতীয় দলের কোচ বলেন, “আমি আমার পরিবারের সদস্যদের আনতে নেদারল্যান্ডসে গিয়েছিলাম।
বাফুফে আমাকে জানিয়েছিল, ১ জুলাইয়ের মধ্যে আবাসন ব্যবস্থা ঠিক হয়ে যাবে। কিন্তু এখনো তারা তা করতে পারেনি। ”
“নেদারল্যান্ডসে যাওয়ার পর সহকারী কোচ রেনে কোস্টারের সঙ্গে যোগাযোগ করলে সে আমাকে জানায়, আবাসনের কিছুই ঠিক হয়নি। এখন রেনে তার পরিবারের সদস্যদের নিয়ে আসার জন্য নেদারল্যান্ডসে যাচ্ছে। ”
এদিকে জাতীয় দলের মালয়শিয়া সফর-সূচি চূড়ান্ত হয়েছে।
২০ অগাস্ট মালয়শিয়ার উদ্দেশে রওনা দেয়া জাতীয় দল ২২ অগাস্ট মালয়শিয়া অলিম্পিক দলের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।